ভুট্টার জমিতে বোমা! বিস্ফোরণে মালদায় গুরুতর আহত ১ শিশু কন্যা

।। প্রথম কলকাতা।।
ভুট্টা ক্ষেতের মধ্যে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিল বছর ৯ এর খালেদা। কিন্তু ভুট্টার জমিতে ভুট্টা তোলার বদলে তাঁর হাতে যে বোমা এসে পড়বে তা হয়তো ভাবতে পারেনি কেউ। সেই বোমা বিস্ফোরণের ফলে গুরুতর আহত হয় খালেদা খাতুন নামে ওই শিশুকন্যা। ঘটনাটি ঘটে মালদার রতুয়া চাঁদমণি ১ গৌরীপুর গ্রামে। তাকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে । ভুট্টার জমিতে বোমা এল কোথা থেকে তা নিয়ে উঠেছে প্রশ্ন । এই ঘটনার তদন্তে নেমেছে রতুয়া থানার পুলিশ।
খালেদার দিদি মাহেদা খাতুন জানায়, বুধবার দুপুর বেলায় দুটো নাগাদ গ্রামের এক ভুট্টার ক্ষেতে গিয়েছিল খালেদা। সেই সময় সেখানে আরো অনেক বাচ্চারা খেলছিল বলে জানা যায়। সেখানেই এই বোমাটি দেখতে পায় সে । তারপর হাতে তুলে নেয়। কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখার পর ফের মাটিতে রেখে দেয় । আর সেই সময়ে বিকট শব্দে বিস্ফারণ হয় বোমাটির। যার দরুন ব্যাপক জখম হয় খালেদা । সেই সময় ওই শব্দ শুনে ছুটে আসে স্থানীয়রা। যদিও বোমাটি কী ধরনের ছিল সে সম্পর্কে কিছু জানা যায়নি।
ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। আপাতত সেখানেই চিকিৎসা চলছে খালেদার। কিন্তু কোথা থেকে বোমা এলো সেই প্রসঙ্গে খালেদার পরিবারের বক্তব্য, হয়তো কোন রাজনৈতিক কর্মকাণ্ডের জন্যেই বা এলাকাতে অশান্ত করার জন্য বোমা আনা হয়েছিল গ্রামে। সেখান থেকেই কোনোভাবেই বোমা ভুট্টা খেতে গিয়ে পৌঁছায়। আর তারপর ঘটে এই বিপত্তি যদিও ভুট্টাক্ষেত থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । আতঙ্কিত এলাকাবাসী। রতুয়া থানার পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে বলে জানা গিয়েছে।
রামপুরহাট কান্ডের পর মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পুলিশ প্রশাসন তৎপর ভাবে কাজ করছে রাজ্যের সমস্ত বেআইনি আগ্নেয়াস্ত্র এবং মজুত করা বোমা উদ্ধার করার জন্য । প্রচুর পরিমাণে তাজা বোমা উদ্ধার করা হয়েছে ইতিমধ্যেই। তারপরেও প্রতিদিনই কোথাও-না-কোথাও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে চলেছে। রাজ্যে এত বোমা আসছে কোথা থেকে সেই নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীদল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম