Prothom Kolkata

Popular Bangla News Website

চমৎকার ডিজাইন নিয়ে লঞ্চ করল Yamaha Force X

1 min read

ll প্রথম কলকাতা ll

এবার ইয়ামাহা লঞ্চ করল চমৎকার একটি স্কুটার। যার নাম দেওয়া হয়েছে Yamaha Force X। যদিও বলে রাখা ভালো ভারতীয় বাজারে নয়, চীনের বাজারে লঞ্চ করেছে এই স্কুটারটি। এই লেটেস্ট স্কুটারে রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং হ্যান্ডেলবার-মাউন্টেড ইন্ডিকেটর্স। অফ-রোডিংয়ের জন্য ইয়ামাহা ফোর্স এক্স স্কুটারটি দুর্ধর্ষ।

ইয়ামাহা ফোর্স এক্স স্কুটারে রয়েছে হেডলাইট-মাউন্টেড ফ্রন্ট অ্যাপ্রন, একটি ফ্ল্যাট ফুটবোর্ড, স্টেপড-আপ সিঙ্গেল-পিস সিট, পিলিয়ন গ্র্যাব রেল, একটি সাইড মাউন্টেড এক্সহস্ট, হ্যান্ডলবার মাউন্টেড ইন্ডিকেটর্স এবং অ্যারোহেড শেপড মিররস। হ্যালোজেন হেডল্যাম্প, একটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল এবং ১০ ইঞ্চির টায়ারে রয়েছে ব্ল্যাকড-আউট হুইলস।

চিনের মার্কেটে ইয়ামাহা ফোর্স এক্স ম্যাক্সি স্টাইল স্কুটারটি নিয়ে আসা হয়েছে সিএনওয়াই ৮,৯৮০ বা ভারতীয় মুদ্রায় ১.০৭ লাখ টাকা। এমনকি চালকের সুরক্ষার দিকটি খেয়াল রেখে এই ইয়ামাহা ফোর্স এক্স স্কুটারে সামনে রয়েছে একটি ডিস্ক ব্রেক এবং পিছনে রয়েছে ড্রাম ব্রেক।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories