রাশিয়ার সামরিক আগ্রাসনে বিধ্বস্ত দেশ, জুনিয়র মহিলা হকি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার ইউক্রেনের

।। প্রথম কলকাতা ।।
আগামী ১লা এপ্রিল থেকে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হবে এফআইএইচ জুনিয়র মহিলা বিশ্বকাপ। রাশিয়ার সামরিক আগ্রাসনের কারণে বিধ্বস্ত হয়ে পড়ায় সেই প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে ইউক্রেন। আন্তর্জাতিক হকি ফেডারেশনের পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করে ইউক্রেনের নাম প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।
আন্তর্জাতিক হকি ফেডারেশনের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে সংস্থার সিইও থিয়েরি ওয়েল বলেন – ” এই ঘটনাক্রম ভীষণই হতাশাজনক। ইউক্রেন দল ও বিশেষ করে তাদের খেলোয়াড়দের জন্যে আরওই দুর্ভাগ্যজনক। আন্তর্জাতিক হকি সংস্থার পক্ষ থেকে আমরা এই কঠিন সময়ে ইউক্রেনীয় হকি সংস্থার পাশে দাঁড়াতে চাই। “
কঠিন পরিস্থিতিতে ইউক্রেনীয় হকি সংস্থাকে সহযোগিতা করার জন্যে ধন্যবাদ জানিয়ে থিয়েরি আরও বলেন – ” শেষ কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনীয় হকি সংস্থার পাশে দাঁড়ানোর জন্যে আমরা পোল্যান্ড হকি সংস্থা, নেদারল্যান্ডস হকি সংস্থা ও ডাচ ক্লাব এইচভি ভিক্টোরিয়াকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করব খুব তাড়াতাড়িই শান্তি ফিরবে। “
ইউক্রেনের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত জানালেও আন্তর্জাতিক হকি সংস্থা জানিয়েছে আসন্ন জুনিয়র মহিলা বিশ্বকাপের ইউক্রেনের পরিবর্ত হিসাবে অন্য কোনও দেশকে সুযোগ দেওয়া হবে না। অর্থাৎ ১৬টির জায়গায় ১৫টি দেশকে নিয়েই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।