‘এই ছেলেটা ভারতীয় দলে খেলবে’, কোন উঠতি পেসারকে নিয়ে এমন ভবিষ্যতবাণী শাস্ত্রীর?

।। প্রথম কলকাতা ।।
২০২২ আইপিএলের নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে রাজস্থান রয়্যালসের কাছে দুরমুশ হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। সেই ম্যাচেই নজর কেড়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদ দলের উঠতি পেসার উমরান মালিক। জম্মু-কাশ্মীর থেকে উঠে আসা এই প্রতিশ্রুতিমান পেসার নিয়মিত ১৪৫+ কিলোমিটার প্রতিঘন্টা গতিতে বল করতে পারেন। গতকাল উমরান মালিকের আগুনে পেসের শিকার হয়েছেন জশ বাটলারের মতো তারকা ব্যাটারও।
চার ওভারে ৩৯ রান খরচ করে জশ বাটলার, দেবদত্ত পাডিক্কলকে সাজঘরে ফেরানো সানরাইজার্স হায়দ্রাবাদের উঠতি পেসারে মজে ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তার মতে উমরান মালিকের মধ্যে জাতীয় দলে খেলবার সম্ভাবনা রয়েছে। আইপিএল সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় দলের প্রাক্তন কোচ বলেন – ” আমার মনে হয় এই ছেলেটার মধ্যে প্রতিভা রয়েছে। ওর কাছে দুর্দান্ত পেস রয়েছে। উমরান যদি সঠিক জায়গায় বল রাখতে পারে তাহলে ব্যাটারদের জন্যে সমস্যা তৈরি করবে। “
উমরান মালিকের সম্ভাবনা প্রসঙ্গে শাস্ত্রী জানান – ” ওকে কীভাবে ব্যবহার করা হবে, কীভাবে হ্যান্ডেল করা হবে সেগুলি গুরুত্বপূর্ণ বিষয়। উমরান মালিকের সম্ভাবনা নিয়ে কোনও সংশয়ই নেই। এই ছেলেটার মধ্যে ভারতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কখন ও সেই ধাপে যাওয়ার জন্যে তৈরি হবে তা সময়ই বলবে। এখন ওকে কী বার্তা দেওয়া হচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ। উমরানকে যত্নের সঙ্গে ব্যবহার করতে হবে। ” শাস্ত্রী আরও বলেন – ” ওকে ভারতীয় দলের সঙ্গে রাখা যায়, কিংবা এ টিমেও রাখা যেতে পারে। নির্বাচকরা ওর উপর কড়া নজর রাখুক। কোভিড পরিস্থিতি ঠিক হলে ভারতীয় দলের সঙ্গে নেট বোলার হিসাবেও রাখা যায়। “