‘ইউক্রেন -রাশিয়া যুদ্ধের জন্য কেন্দ্রকে দায়ী করেছেন মমতা’, ভিডিও ফাঁস শুভেন্দুর

।। প্রথম কলকাতা ।।
ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ লেগেছে কেন্দ্রের জন্য। এমনই দাবি করেছেন নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী একটি ট্যুইট করেছেন। যেখানে সেই ভিডিওটি শেয়ার করেছেন তিনি। ভিডিওটিতে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দি ভাষায় বলছেন যুদ্ধ লাগানোর আগে এটা ভাবা উচিত ছিল না যা আমাদের ছেলেমেয়েরা কীভাবে ফিরে আসবে ,কোথায় পড়বে কোথায় খাবে। শুধু বড় বড় কথা।
Hon'ble EAM @DrSJaishankar & @IndianDiplomacy kindly make a note & please try to salvage the situation and contain the damage.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) March 30, 2022
I feel ashamed that our CM's blunder might cause massive embarrassment to you on the international stage.@narendramodi@RanjanRajkuma11@VMBJP@M_Lekhi pic.twitter.com/mPZygkNg1D
এরপরই শুভেন্দু অধিকারী লিখেছেন,’ মুখ্যমন্ত্রী নিজের সীমা অতিক্রম করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের জন্য কেন্দ্রকে দায়ী করে মন্তব্য করেছেন। তিনি কি এই বিষয়ে সচেতন নন এই ধরনের মন্তব্য কূটনৈতিকভাবে ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারেন? এর ফলে আমাদের বৈদেশিক নীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক প্রভাবিত হতে পারে।’
উল্লেখ্য শুভেন্দু অধিকারী এই টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে দিল্লির হেভিওয়েট নেতাদের বিষয়টি দেখার জন্য অনুরোধ জানিয়েছেন এবং লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল মন্তব্যের জেরে আপনাদের অস্বস্তিকর অবস্থায় পড়তে হতে পারে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম