Prothom Kolkata

Popular Bangla News Website

নীলকুঠিরে নতুন মুখ নতুন পরিচয় নিয়ে আসছে বহ্নি, প্রকাশ্যে এল মিথিলার প্রথম লুক

1 min read

।। প্রথম কলকাতা ।।

২০১৯-এ পরিচালক দেবালয় ভট্টাচার্যের হাত ধরে ওয়েব সিরিজে এসেছিলো ‘মন্টু পাইলট।’ প্রথম সিজনের চূড়ান্ত সাফল্যের পর এবার একই পরিচালকের হাত ধরে আসতে চলেছে ‘মন্টু পাইলট সিজন ২।’ কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে মন্টুর নয়া লুক।

সিজন ওয়ানের মতোই ‘মন্টু পাইলট ২’-এ মুখ্য চরিত্রে অভিনয় করছেন সৌরভ দাস। তবে নীলকুঠিরে মন্টুর সাথে দেখা হওয়া ভ্রমরের জায়গায় আসছেন বহ্নি। এদিন প্রকাশ্যে এল তাঁর প্রথম লুক। এই সিজনে বহ্নি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এপার ও ওপার বাংলা খ্যাত অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে। খুব শীঘ্রই তাঁর বড় পর্দায় ডেবিউ ঘটবে তাঁর আগে মন্টু পাইলট ২-তে মিথিলার লুকে মুগ্ধ দর্শকেরা।

প্রসঙ্গত কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত মন্টুর লুকে একেবারে অন্যরকম ভাবে ধরা দিয়েছেন সৌরভ। আগের মন্টুর সাথে এখনের মন্টুর লুকের অনেক পরিবর্তন হয়েছে। মাথায় টাক, সেলাইয়ের মোটা দাগ, সেই সঙ্গে চোখের চাহনিতেই যেন জ্বলন্ত প্রতিশোধের গল্প রয়েছে। নীলকুঠির রাজকুমার মন্টু পাইলট এবার হয়ে উঠবে সেখানকার রাজা।

প্রথম সিরিজে মূলত ভ্রমরের সাথে দেখা হওয়ার পর বদলেছিলো মন্টুর জীবন। যেখানে ভ্রমর চরিত্রে অভিনয় করেছিলেন শোলাঙ্কি রায়। তবে এবার সিজন ২ তে থাকছেনা ভ্রমর। তাঁর জায়গায় আসছে বহ্নি। সেক্ষেত্রে ভ্রমর চরিত্রটির কি হবে তা এখনো স্পষ্ট নয়।

দেবালয় ভট্টাচার্য পরিচালিত এই ‘মন্টু পাইলট’ সিরিজের গল্প মূলত মন্টুকে ঘিরে। যার ছোটবেলা থেকে স্বপ্ন একজন বিমানচালক হবেন। কিন্তু তাঁর সেই স্বপ্নভঙ্গ হয়। অবশেষে নীলকুঠির অর্থাৎ নিষিদ্ধপল্লির যৌনকর্মীদের পরিবহনকারী হয়ে ওঠে মন্টু। খুব শীঘ্রই শুরু হতে চলেছে ছবির কাজ।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories