KKR vs RCB: ছন্দে থাকা কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রত্যাবর্তনের লড়াই ফাফ-কোহলিদের

।। প্রথম কলকাতা ।।
প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হারের মুখ দেখে ২০২২ আইপিএল অভিযান শুরু করেছে ফাফ দ্যু প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অন্যদিকে শেষ সংস্করণের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। ছন্দে থাকা শ্রেয়সদের বিরুদ্ধেই প্রত্যাবর্তন ঘটাতে মরিয়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পাল্লা ভারি কাদের দিকে? রইল ম্যাচ প্রিভিউ।
পিচ সংবাদ: ম্যাচ আয়োজিত হবে মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। রাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে শিশির। যে কারণে রান তাড়া করা সহজ হয়ে যেতে পারে। বাউন্ডারি বড়ো হওয়ায় স্বস্তি পাবেন বোলাররা।
দলের খবর
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: প্রথম ম্যাচে হারের মুখ দেখতে হলেও রান পেয়েছেন ফাফ দ্যু প্লেসি, বিরাট কোহলি। এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের শক্তিশালী বোলিং লাইন আপের সামনে কঠিন পরীক্ষার মুখে পড়বেন আরসিবি ব্যাটাররা। বোলিং বিভাগে চিন্তা বাড়াচ্ছে ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহঃ সিরাজদের ফর্ম।
সম্ভাব্য একাদশ: ফাফ দ্যু প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত, বিরাট কোহলি, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), শেরফান রাদারফোর্ড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ডেভিড উইলি, হার্শাল প্যাটেল, শাহবাজ আহমেদ, আকাশদীপ, মহ: সিরাজ
কলকাতা নাইট রাইডার্স: প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারালেও সেইভাবে পরীক্ষার মুখে পড়েনি কলকাতা নাইট রাইডার্স ব্যাটিং লাইন আপ। প্রতিপক্ষ দলের ওয়ানিন্দু হাসারাঙ্গার সামনে নীতিশ রানাদের ব্যাটিং দেখতে মুখিয়ে থাকবেন ক্রিকেট প্রেমীরা। আরসিবির শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে বরুণ চক্রবর্তী, সুনীল নারিনদের স্পিন ডিপার্টমেন্টকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। প্রথম ম্যাচের ছন্দ ধরে রাখতে চাইবেন উমেশ যাদবও।
সম্ভাব্য একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্কে রাহানে, নীতিশ রানা, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), স্যাম বিলিংস, আন্দ্রে রাসেল, শেলডন জ্যাকসন (উইকেটরক্ষক), সুনীল নারিন, শিবম মাভি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী
হেড টু হেড রেকর্ড: আইপিএলের ইতিহাসে মোট ২৯ বার এই দুই দল মুখোমুখি হয়েছে। ১৬টি জয় নিয়ে সেই পরিসংখ্যানে এগিয়ে কলকাতা নাইট রাইডার্স। শেষ সংস্করণে কলকাতা নাইট রাইডার্সের কাছে এলিমিনেটর হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছিল কোহলিদের।