Prothom Kolkata

Popular Bangla News Website

সুইস ওপেনে দুরন্ত পারফর্মেন্সের পুরস্কার, বিশ্বর‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ২৩তম স্থান প্রণয়ের

।। প্রথম কলকাতা ।।

সদ্য সমাপ্ত সুইস ওপেনের ফাইনালে ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টির কাছে হেরে এইচএস প্রণয়ের শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছিল। তবে ওই প্রতিযোগিতায় ভারতীয় শাটলার বিশ্বর‍্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে থাকা অ্যান্থনি গিনটিংকে হারিয়ে নজর কাড়েন। প্রণয় সেই চমকপ্রদ পারফর্মেন্সের পুরস্কার পেয়েছেন। ভারতীয় শাটলার সদ্যপ্রকাশিত বিডব্লুএফ পুরুষ সিঙ্গলস র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ২৩তম স্থানে উঠে এসেছেন।

চলতি বছরে সৈয়দ মোদি আন্তর্জাতিক প্রতিযোগিতার শিরোপা জেতার পর সুইস ওপেনে মহিলা সিঙ্গলস চ্যাম্পিয়ন হয়েছেন পিভি সিন্ধু। দুইবারের অলিম্পিক পদকজয়ী ভারতীয় শাটলার সদ্য প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে নিজের সপ্তম স্থান ধরে রেখেছেন। পুরুষ সিঙ্গলসের প্রথম দশে নিজের জায়গা ধরে রেখেছেন লক্ষ্য সেন।

সদ্য পঞ্চম ভারতীয় শাটলার হিসাবে অল ইংল্যান্ড ওপেনের ফাইনালে পৌঁছে নজর কেড়েছিলেন লক্ষ্য সেন। ২০ বছরের প্রতিশ্রুতিমান এই শাটলার সদ্যপ্রকাশিত র‍্যাঙ্কিংয়ের নবম স্থানে রয়েছেন। অপ্রত্যাশিত ভাবেই সুইস ওপেনে পুরুষ ডাবলসের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে যাওয়া স্বাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডী – চিরাগ শেট্টী জুটি সপ্তম স্থান ধরে রেখেছেন। ২০১২ লন্ডন অলিম্পকের ব্রোঞ্জজয়ী সাইনা নেহওয়াল নিজের ২৩ স্থান ধরে রেখেছেন। বিশ্বচ্যাম্পিয়নশিপের রৌপ্যপদকজয়ী ও সদ্য সমাপ্ত সুইস ওপেনের সেমিফাইনালিস্ট কিদাম্বি শ্রীকান্ত রয়েছেন ১২তম স্থানে। পুরুষ সিঙ্গলস প্রথম কুড়িতে রয়েছেন বি সাই প্রনীতও। তিনি রয়েছেন ১৯তম স্থানে।

Categories