উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়নদের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স, পাল্লা ভারী কাদের দিকে?

।। প্রথম কলকাতা ।।
অবশেষে প্রতীক্ষার অবসান। আজ থেকেই সূচনা হতে চলেছে ২০২২ আইপিএলের। মুম্বাইয়ের বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত হতে চলা হাইভোল্টেজ উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে টস করতে নামবেন নতুন অধিনায়ক রবীন্দ্র জাদেজা। অন্যদিকে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে অভিযান শুরু করবে দুইবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।
দুই দলের খবর
চেন্নাই সুপার কিংস: আইপিএল সূচনার এক দিন আগেই রবীন্দ্র জাদেজার হাতে নেতৃত্বভার তুলে দিয়ে বড়ো চমক দিয়েছেন চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজিটিকে চারটি শিরোপা এনে দেওয়া অধিনায়ক আজ দলের সাধারণ সদস্য হিসাবেই মাঠে নামবেন। তবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাঠে নামার আগে বড়ো ধাক্কা খেয়েছে চেন্নাই সুপার কিংস। ভিসা সংক্রান্ত জটিলতার কারণে দেরিতে ভারতে এসেছেন তারকা অলরাউন্ডার মইন আলি। ফলে উদ্বোধনী ম্যাচেই একাধিক নতুন মুখকে দেখা যেতে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের।
সম্ভাব্য একাদশ: ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, রবীন উথাপ্পা, আম্বাতি রায়াডু, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা (অধিনায়ক), এমএস ধোনি (উইকেটরক্ষক), মাহিশ থিকসানা, ডোয়েন ব্র্যাভো, তুষার দেশপান্ডে, অ্যাডাম মিলনে
কলকাতা নাইট রাইডার্স: ২০২১ আইপিএলে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের রুপকথা লিখেছিল ইওন মরগ্যানের কলকাতা নাইট রাইডার্স। ফাইনালে পৌঁছালেও চেন্নাই সুপার কিংসের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়। ২০২২ মহানিলাম থেকে ১২.২৫ কোটির বিনিময়ে শ্রেয়স আইয়ারকে দলে এনেছে দুইবারের আইপিএল চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজিটি। তার হাতেই উঠেছে নেতৃত্বের ভার। আজ নতুন চেহারার কলকাতা নাইট রাইডার্সের পারফর্মেন্স দেখতে মুখিয়ে থাকবেন ক্রিকেটপ্রেমীরা। দলের কোচ ব্র্যান্ডন ম্যাকুলাম জানিয়েছেন এই ম্যাচে কিউয়ি পেসার টিম সাউদিকে পাওয়া যাবে না। উমেশ যাদব, শিবম দুবেদের নিয়েই মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স।
সম্ভাব্য একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্কে রাহানে, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতিশ রানা, স্যাম বিলিংস (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, চামিকা করুণারত্নে, সুনীল নারিন, শিবম মাভি, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব
মুখোমুখি রেকর্ড: আইপিএলে মোট ২৫ বার মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। জয়ের পাল্লা ভারি ধোনিদের দিকেই। ২৫টির মধ্যে ১৭টি ম্যাচেই শেষ হাসি হেসেছে চেন্নাই সুপার কিংস।