Prothom Kolkata

Popular Bangla News Website

প্রথম বিবাহবার্ষিকীতে মালদ্বীপে নীল-তৃনা, ছবি শেয়ার করলেন অভিনেতা

1 min read

।। প্রথম কলকাতা ।।

সময় হয়তো কিছুই না, কখন যে বয়ে চলে যায় তা বোঝাই যায়না। আর সেখানে যদি পাশে থাকে ভালোবাসার মানুষ তবে তো সময়ের হিসাব রাখার কোনো সময়ই থাকেনা। এভাবেই বিয়ের একটা বছর কাটিয়ে ফেলেছেন টলি পাড়ার অন্যতম সেরা পাওয়ার কাপল নীল ভট্টাচার্য ও তৃনা সাহা। গতবছর ৪ ফেব্রুয়ারী ২০২১ এ সাতপাকে বাঁধা পড়েছিলেন এই জুটি। তাই এক বছর পর ওই দিনই তাদের জীবনের প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করলেন তারা।

কিন্তু এই বিশেষ দিনটি তারা কোথায় কাটালেন জানেন? তারা কি মালদ্বীপে গিয়েছিলেন? হ্যাঁ এমনি প্রশ্ন জেগেছে ভক্তদের মনে। আজ একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে নীল লিখেছেন, “আমরা কি মলদ্বীপে?” ব্যাস এই পোস্ট আর ক্যাপশন দেখার পর বেশ চিন্তায় পড়েছেন ভক্তরা। তারাও বারে বারে জানতে চাইছেন তবে কি নীল-তৃনা প্রথম বিবাহবার্ষিকীতে মালদ্বীপ গিয়েছেন!

না না ছবিটি দেখে অনেকেরই হয়তো মনে হয়েছে এটি মালদ্বীপ, তবে শুনুন আসলে তারা শহরের বাইরে হই হট্টগোল থেকে দূরে শান্ত এক পরিবেশের এক রিসোর্টে কাটিয়েছেন। তবে যাই হোক তাদের এমন অসাধারণ ছবিটি দেখে বেজায় উচ্ছসিত হয়েছেন তাঁদের ভক্তরা। তাদের ভালোবাসায় ভরিয়েছেন সকলেই।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়া

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories