Prothom Kolkata

Popular Bangla News Website

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে দাপুটে জয় পেয়ে তৃপ্ত নতুন অধিনায়ক রোহিত

।। প্রথম কলকাতা ।।

হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে গতকাল বাইশগজে প্রত্যাবর্তন ঘটিয়েছেন রোহিত শর্মা। একইসঙ্গে ভারতের হাজারতম ওডিআই ম্যাচে দাপুটে জয় দিয়ে সূচনা হলো নতুন অধ্যায়ের। গতকালের ম্যাচেই পূর্ণসময়ের অধিনায়ক হিসাবে অভিষেক ঘটিয়েছেন রোহিত। সতীর্থদের কাছে অভিনবত্ব ও নিজেদেরকে চ্যালেঞ্জ করবার দাবী রেখেছেন সীমিত ওভার ফরম্যাটের নতুন অধিনায়ক।

চোট সারিয়ে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন রোহিত। ব্যাট হাতে তার ধ্বংসলীলা দেখলে সে কথা বোঝা বড় দায়। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে ৫১ বলে ৬০ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন হিটম্যান। তার গড়া ভিতের জোরে ২২ ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যমাত্রা পার করে ফেলে ভারত। ম্যাচ জিতে উঠে রোহিত বলেন – ” আমরা দল হিসাবে প্রতিনিয়ত উন্নতি করতে চাই। দিনের শেষে দলের পূর্বনির্ধারিত লক্ষ্যঅর্জন করাটাই আমাদের ফোকাস। দল যদি আমাদের কাছে ভিন্ন কিছু করে দেখাবার দাবী রাখে তাহলে সেটাই করতে হবে। আহামরি পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলে আমার মনে হয়না। “

সতীর্থদের কাছেও দাবী রেখেছেন রোহিত। ভারতীয় দলের অধিনায়ক বলেন – ” আমি দলের সদস্যদের কাছ থেকে একটা বিষয়েই দাবী রাখছি। তারা যেন প্রতিনিয়ত নিজেদেরকে চ্যালেঞ্জ করে, ভিন্ন ভিন্ন পরিস্থিতির জন্যে তৈরি থাকে। এরফলে প্রয়োজনের মুহূর্তে আমরা প্রস্তুত থাকতে পারব। ” ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দাপুটে জয়ে তৃপ্ত হলেও রাশ আলগা করতে নারাজ হিটম্যান। রোহিত জানান – ” পার্ফেক্ট ম্যাচ বলে কোনও কন্সেপ্টে আমি বিশ্বাস করিনা। তুমি কখনোই পার্ফেক্ট হতে পারবে না। সবাই দুর্দান্ত অবদান রেখেছে বলেই ফল মিলেছে। আমাদের দল প্রতিটা কাজ ঠিক ভাবে করেছে। সেই বিষয়ে আমি খুশি। “

Categories