Prothom Kolkata

Popular Bangla News Website

বড় খবর : স্কুল খোলার দাবিতে ফের জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে

1 min read

।। প্রথম কলকাতা ।।

আংশিক লক ডাউনে শিথিলতা আনলেও স্কুল কলেজ খোলার বিষয়ে কিছু এখনও কিছু জানানো হয়নি। রাজ‍্যের স্কুলগুলি পুনরায় খোলা এবং পঠন-পাঠন শুরুর দাবিতে আবারও একটি জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। পরশুদিন স্কুল খোলার দাবিতে একটি মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। আজকের একই দাবিতে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।

অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন নামে একটি সংগঠন মামলা দায়ের করে। তাদের দাবি মিটিং-মিছিল মেলা খেলা সব চলছে তাহলে শুধু কেন স্কুলগুলি বন্ধ থাকবে। এই বিষয়ে তারা একটি নির্দিষ্ট নিতে চাইছে। স্কুল কলেজ খোলা নিয়ে নানান রকম বিতর্ক চলছে বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে। এমনকি সামাজিক মাধ্যম স্কুল খোলার দাবিতে পোস্ট ভাইরাল হতে দেখা যাচ্ছে। সমাজের একশ্রেণীর মানুষ চাইছে অবিলম্বে স্কুল কলেজ খোলা হোক। স্কুল কলেজগুলি পুনরায় চালু না হলে এই রাজ‍্যের সরকারি স্কুলে পড়া ছেলেমেয়েদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে চলে যাবে বলে মনে করছেন অনেকে। আবার অন্যদিকে রাজ্য সরকার অবিলম্বে স্কুলগুলোর পঠন-পাঠন স্বাভাবিক করতে চায় বলে ইতিমধ্যে রাজ্যের তরফ ইতিবাচক ইঙ্গিত দিয়েছে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories