দূষণ রোধ করতে বাজারে এল CNG চালিত গাড়ি, লঞ্চ করল Maruti Suzuki Celerio

ll প্রথম কলকাতা ll
দূষণের মাত্রা অতিরিক্ত হওয়ার পর থেকেই ক্রমাগত চাহিদা বাড়ছে পরিবেশবান্ধব গাড়ির। বর্তমানে সাধারন মানুষ বৈদ্যুতিক গাড়ি এবং সিএনজি চালিত গাড়ির প্রতি বেশি উৎসাহ দেখাচ্ছে। গ্রাহকদের সেই চাহিদা মেটাতে CNG ভার্সনের Celerio বাজারে হাজির করল Maruti Suzuki। গত বছর নভেম্বরে গাড়িটির পেট্রল মডেলটি লঞ্চ করেছিল সংস্থাটি।
এখনো পর্যন্ত এর ২৫,০০০ বুকিংয়ের সংখ্যা পেরিয়েছে বলে জানানো হয়েছে। এছাড়াও এই গাড়িটি নতুন ভাবে আপডেটেড হয়ে এসেছে বলেছে, ডিজাইন ও ফিচারের দিক থেকে Maruti Suzuki Celerio পেট্রল মডেলটির সাথে CNG ভার্সনের জনপ্রিয় হ্যাচব্যাক গাড়িটির অনেক ক্ষেত্রেই এক। এতে দেওয়া হয়েছে ১.০ লিটার ডুয়েল-জেট ডুয়েল ভিভিটি কে-সিরিজের ইঞ্জিন।
যা থেকে ৫৬ এইচপি শক্তি এবং ৮২.১ এনএম টর্ক উৎপন্ন হয়। তবে এর পেট্রল মডেলটি থেকে ৬৪ এইচপি শক্তি ও ৮৯ এনএম টর্ক পাওয়া যায়। এতে রয়েছে ৬০ লিটারের সিএনজি ট্যাঙ্ক। গাড়িটির মাইলেজ প্রতিকেজি সিএনজি-তে ৩৫.৬০ কিমি। Maruti Suzuki Celerio CNG-র দাম ৬.৫৮ লক্ষ টাকা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম