‘সংবিধান মানা হচ্ছে না’, মমতাকে নিশানায় নিয়ে ট্যুইট রাজ্যপালের

।। প্রথম কলকাতা ।।
রাজ্যে কাছে একাধিক বিষয়ে জবাব চাইলে উত্তর মিলছে না। সরাসরি অভিযোগ তুলে এবার ট্যুইট করে অভিযোগ তুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি আজ একটি ট্যুইট করেছেন সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধেছেন। পরপর দুটি ট্যুইট করেছেন তিনি।
একটিতে তিনি লিখেছেন, ‘সংবিধানের ১৬৭ ধারা অনুযায়ী মুখ্যমন্ত্রী কিছু দায়িত্ব রয়েছে কিন্তু সেগুলি পালন হচ্ছে না। মহামারী পর্বের খরচের তথ্য ,গ্লোবাল বিজনেস সামিট, জিটিএ, মা ক্যান্টিন বিষয়ে তথ্য চেয়েও পাওয়া যায়নি’। ট্যুইটের তিনি একটি চিঠি শেয়ার করেছেন যে চিঠিটি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছেন।
In disregard of constitutional “duty”under Article 167 @MamataOfficial there is failure to provide any information to Guv including: Pandemic Purchase Enquiry, BGBS, Bengal Aerotropolis Project, GTA, MAA Canteen,
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 20, 2022
& Pegasus Notification. Unprecedented constitutional transgression. pic.twitter.com/NeS6gIbzyR
রাজ্যপাল আরও একটি ট্যুইট করেছেন যেখানে তিনি আমলাতন্ত্রকে আক্রমণ করেছেন। তিনি লিখেছেন, ‘চূড়ান্তভাবে উপকৃত হচ্ছে সংবিধানের 166 (3) ধারা এবং সার্ভিস কন্ডাক্ট রুলের নিয়ম।’ বালের পরপর দুটি ট্যুইটের পর অনেকেই মনে করছেন আরও জোড়ালো হল রাজ্য রাজ্যপাল সংঘাত। পাশাপাশি বলা যেতে পারে এবং শীতের উষ্ণতা বাড়াচ্ছে মমতা সরকার বনাম রাজ্যপালের সংঘাত।
Equally worrisome is bureaucracy stance @MamataOfficial in blatantly violating Rules of Business under Article 166(3) of the Constitution and AIS (Conduct) Rules. 1968.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 20, 2022
CM called upon to vindicate her oath to “bear true faith and allegiance to the Constitution of India” & act.
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম