Syed Modi International: লাম’কে উড়িয়ে শেষ আটে সিন্ধু, সামনে সেই সুপানিদা

।। প্রথম কলকাতা ।।
বৃহস্পতিবার লখনউতে আয়োজিত সৈয়দ মোদী আন্তর্জাতিক প্রতিযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্রের লউরা লাম’কে উড়িয়ে শেষ আটের টিকিট আদায় করেছেন পিভি সিন্ধু। দুইবারের অলিম্পিক পদকজয়ী ও প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন মাত্র ৩৩ মিনিটেই দাপুটে জয় পেয়েছেন। সিন্ধু তার মার্কিনী প্রতিপক্ষকে হারিয়েছেন ২১-১৬, ২১-১৩ ব্যবধানে।
লখনউয়ের বাবু বেনারসি দাস ইন্ডোর স্টেডিয়ামে লামের বিরুদ্ধে সহজ জয় পেলেও কোয়ার্টার ফাইনালে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন প্রতিযোগিতার শীর্ষবাছাই সিন্ধু। ভারতের কৃতী ভরদ্বাজকে ২১-১১, ২১-৭ ব্যবধানে হারিয়ে শেষ আটের ছাড়পত্র জোগাড় করেছেন সুপানিদা কাটেথং। কোয়ার্টার ফাইনালে থাই শাটলারের মুখোমুখি হবেন সিন্ধু।
২০১৭ সালে সৈয়দ মোদী আন্তর্জাতিক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হওয়া সিন্ধু কয়েকদিন আগেই ইন্ডিয়া ওপেনের সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিলেন। নয়া দিল্লিতে আয়োজিত প্রতিযোগিতায় সিন্ধুকে হারিয়েছিলন থাইল্যান্ডের সুপানিদাই। সৈয়দ মোদী আন্তর্জাতিক প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে সেই হারের প্রতিশোধ নিতে চাইবেন বিশ্বের সাত নম্বর পিভি সিন্ধু।