Women’s Asian Cup: আজ ইরানের বিরুদ্ধে মাঠে নামছে ডেনের্বির ভারত, কখন কোথায় দেখবেন ম্যাচ?

।। প্রথম কলকাতা ।।
২০তম এএফসি মহিলা এশিয়ান কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। বহু প্রতীক্ষিত প্রতিযোগিতাটির সূচনা আজ। প্রথম দিনেই মাঠে নামবে থমাস ডেনের্বির প্রশিক্ষণাধীন ভারতীয় মহিলা ফুটবল দল। মনীষাদের প্রতিপক্ষ বিশ্বর্যাঙ্কিংয়ের ৭০তম স্থানে থাকা ইরান। তার আগেই উদ্বোধনী ম্যাচে চাইনিজ তাইপেইয়ের মুখোমুখি হবে এশীয় ফুটবলের আরেক বড় শক্তি চীন।
১৯৭৯ সালের পর দ্বিতীয় বার এএফসি মহিলা এশিয়ান কাপ আয়োজিত হচ্ছে ভারতে। তবে, কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করে আয়োজকরা দর্শকশূণ্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। থমাস ডেনের্বির মেয়েরা ঘরের মাঠে খেললেও দর্শক সমর্থন পাবেন না। ইরানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামার আগেই বড় ধাক্কা খেয়েছে ভারতীয় শিবির। গতকাল রাত্রে সর্বভারতীয় ফুটবল সংস্থার বিবৃতিতে জানা যায় ভারতীয় দলের দুই সদস্য করোনা আক্রান্ত। সংক্রমিত ফুটবলারদের নিভৃতবাসে রাখা হয়েছে। গ্রুপ এ’তে ভারতের সঙ্গে ইরান ছাড়াও রয়েছে চাইনিজ তাইপেই, চীন। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে অষ্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, জাপানের মত প্রবল শক্তিধর দল। জেনে নিন আজ থেকে শুরু হতে চলা প্রতিযোগিতার খুঁটিনাটি তথ্য।
অংশগ্রহণকারী দল ও ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান
গ্রুপ এ: ভারত (৫৫), চীন (১৯), চাইনিজ তাইপেই (৩৯), ইরান (৭০)
গ্রুপ বি: অষ্ট্রেলিয়া (১১), থাইল্যান্ড (৩৮), ফিলিপিন্স (৬৪), ইন্দোনেশিয়া (৯৪)
গ্রুপ সি: জাপান (১৩), দক্ষিণ কোরিয়া (১৮), ভিয়েতনাম (৩২), মায়ানমার (৪৭)
ভারত বনাম ইরান ম্যাচের সময়
আজ ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সন্ধ্যা ৭.৩০টা থেকে অনুষ্ঠিত হবে ভারত বনাম ইরান ম্যাচ।
ভারতীয় দলের পরবর্তী ম্যাচের সূচি
২৩ জানুয়ারি – ভারত বনাম চাইনিজ তাইপেই
২৬ জানুয়ারি – ভারত বনাম চীন
*ভারতীয় দলের তিনটি ম্যাচই সন্ধ্যা ৭.৩০টা থেকে অনুষ্ঠিত হবে।
কখন কোথায় দেখবেন ম্যাচের সরাসরি সম্প্রচার?
ভারতে আয়োজিত হতে চলা এএফসি ওমেন্স এশিয়ান কাপের ম্যাচগুলির সম্প্রচার সত্ত্ব পেয়েছে ইউরোস্পোর্ট। মোবাইলের জিওটিভি প্লাটফর্মেও সরাসরি সম্প্রচার দেখা যাবে।
এশিয়ান কাপে অংশগ্রহণকারী ভারতীয় দল –
গোলরক্ষক: অদিতি চৌহান, মৈবাম লিনথইংগাম্বি দেবী, সৌমিয়া নারায়ণস্বামী
ডিফেন্ডার: ডালিমা ছিবাড়, সুইটি দেবী, ঋতু রানি, আশালতা দেবী, মনীষা পান্না, সিল্কি দেবী, সঞ্জু যাদব
মিডফিল্ডার: কমলা দেবী, অঞ্জু তামাং, কার্তিকা আঙ্গামুথু, রতনবালা দেবী, নাওরেম প্রিয়াঙ্কা দেবী, ইন্দুমতী কাথিরেসান
ফরোয়ার্ড: মনীষা কল্যান, গ্রেস ডাঙমেই, প্যায়ারি জাকা, রেনু, সুমতি কুমারী, সন্ধ্যা রঙ্গনাথন, মারিয়াম্মাল বালামুরুগান
কোচ: থমাস ডেনের্বি