Prothom Kolkata

Popular Bangla News Website

বাঘ ছানাদের দুধ খাওয়াচ্ছে কুকুর ! বিশ্বাস না হলে ভিডিও দেখুন

1 min read

।। প্রথম কলকাতা ।।

মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের এমন কিছু ভিডিও নজর কাড়ে যা সত্যি কানে শুনে বিশ্বাস করা যায় না। এই ভিডিও দেখলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। একমা কুকুর এক ঝাঁক বাঘ ছানাদের দুগ্ধপান করাচ্ছে। আসলে কথাতেই আছে মায়ের কোন গোত্র বা ধর্ম হয় না। এমনি থেকেই কুকুর প্রজাতি আদিম যুগ থেকেই বিশ্বস্ত প্রাণী হিসেবে পরিচিত। অনেকেই আছেন যারা বাড়িতে রীতিমতো সন্তানস্নেহে কুকুর পালন করেন। তবে এবার দেখা গেল সেই কুকুরকেই সন্তানস্নেহে বাঘ ছানাদের দুধ খাওয়াতে।

প্রায়শই এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হতে দেখা যায়, যেখানে কোনো প্রাণীকে অন্য প্রজাতির বাচ্চাদের লালন-পালন করতে দেখা যায়। প্রায়শই এই ধরনের ক্ষেত্রে বানর বা শিম্পাঞ্জিদের অন্য প্রজাতির শিশুদের যত্ন নিতে দেখা যায়। কিন্তু এখন এসব বিষয়ে পিছিয়ে নেই কুকুরও। এই ভিডিওটি বেশ মর্মস্পর্শী, যেখানে একটি মহিলা কুকুরকে বাঘের শাবকের উপর তার স্নেহ বর্ষণ করেছে। কুকুরটির এই কীর্তি রীতিমতো প্রশংসা কুড়িয়েছেন নেটিজেনদের কাছে।

ন্যাচারাল বিউটি নামের একটি ইনস্টাগ্রাম পেজে ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে চিড়িয়াখানায় একটি বাঘের তিনটি বাচ্চাকে ঘিরে একটি স্ত্রী কুকুরকে দেখা যায়। বাঘের ছানারাও কুরটিকে আক্রমণ করছে না, বরং তারা তাদের লালন-পালনের জন্য মায়ের দুধের অভাব পূরণ করছে। একই সাথে কুকুরটিকে তাদের সবার মাঝে শান্তিতে বসে থাকতে দেখা যায়। ভিডিওটি ৭.৩ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। একই সঙ্গে ভিডিওটিতে লাইক দিয়েছেন ৫ লক্ষ ৫৬ হাজারের বেশি নেটিজেন। বিপুল সংখ্যক মানুষ এই বিষয়ে তাদের মতামত দিয়েছেন।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories