Prothom Kolkata

Popular Bangla News Website

প্রেক্ষাগৃহে কবে মুক্তি পাচ্ছে অক্ষয়-কৃতীর ‘বচ্চন পাণ্ডে’? জানুন তারিখ

1 min read

।। প্রথম কলকাতা ।।

প্রায় আড়াই বছরের প্রতীক্ষার পর শেষমেষ মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের “বচ্চন পান্ডে”। অক্ষয় কুমার কুমার ছাড়াও এই ছবিতে জ্যাকলিন ফার্নান্দেজ এবং কৃতি স্যাননকে ফরহাদ সামজির ‘বচ্চন পান্ডে’-তে দেখা যাবে। আজ মঙ্গলবার অক্ষয় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দুটি নতুন পোস্টার সহ ছবির মুক্তির তারিখ ঘোষণা করতে সোশ্যাল মিডিয়ায় গিয়েছিলেন।

অক্ষয় এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছেন যে ছবিটি এই বছরের হোলি উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এদিন ইনস্টাগ্রামে পোস্টারগুলি শেয়ার করে অভিনেতা লিখেছেন, “অ্যাকশন,কমেডি, রোমান্স,নাটক,এই হোলিতে L-O-A-D-I-N-G!” তার সাথেই দিয়েছেন মুক্তির তারিখ।

যেখানে লেখা আগামী ১৮ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে “বচ্চন পান্ডে”। সূত্রের খবর, এই ছবিতে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে কৃতি শ্যাননকে। বলিউডের খিলাড়ির সঙ্গে এই নিয়ে দ্বিতীয় বার কাজ করছেন তিনি। এর আগে ‘হাউসফুল ৪’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories