Prothom Kolkata

Popular Bangla News Website

রুদ্ধশ্বাস ম্যাচ জিতে ইন্ডিয়া ওপেনের ফাইনালে লক্ষ্য সেন

1 min read

।। প্রথম কলকাতা ।।

শনিবার নয়াদিল্লিতে আয়োজিত ইন্ডিয়া ওপেনের পুরুষ সিঙ্গলস সেমিফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে ফাইনালে উঠেছেন লক্ষ্য সেন। মালয়েশীয় প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম সেট খোয়ালেও দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে ১৯-২১, ২১-১৬, ২১-১২ ব্যবধানে ম্যাচ জিতেছেন প্রতিশ্রুতিমান ভারতীয় শাটলার।

সদ্য স্পেনের হুয়েলভায় আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ব্রোঞ্জ জিতে আসা লক্ষ্য’কে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন মালয়েশিয়ার এনজি তে ইয়ং। ২১-১৯ ব্যবধানে প্রথম সেট দখল করেন মালয়েশীয় শাটলার। তবে ম্যাচে ফিরতে বেশি সময় নেননি লক্ষ্য। ২১-১৬ ব্যবধানে দ্বিতীয় সেট জিতে সমতা ফেরান প্রতিশ্রুতিমান ভারতীয় শাটলার। নির্নায়ক সেটে লক্ষ্যের সামনে টিকতে পারেননি ইয়ং। ২১-১২ ব্যবধানে তৃতীয় সেট পকেটে পুরে ফাইনালের ছাড়পত্র আদায় করেছেন লক্ষ্যই।

নয়া দিল্লির কেডি যাদব ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হওয়া ইন্ডিয়া ওপেনেই নিজের কেরিয়ারে প্রথম সুপার ৫০০ প্রতিযোগিতার ফাইনালে উঠলেন লক্ষ্য। ভারতীয় টিনএজারের পক্ষে শিরোপা দখলের লড়াইটা সহজ হচ্ছে না। ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন সিঙ্গাপুরের লো কিয়েন ইয়েউ’র মুখোমুখি হবেন লক্ষ্য। প্রসঙ্গত, স্পেনের হুয়েলভা’তে কিদাম্বি শ্রীকান্তকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন লো কিয়েন ইয়েউ।

আজ, শনিবার ইন্ডিয়া ওপেনের মহিলা সিঙ্গলস সেমিফাইনালে সুপানিদা কাটেথং’য়ের বিরুদ্ধে কোর্টে নামবেন পিভি সিন্ধু।

Categories