Prothom Kolkata

Popular Bangla News Website

করোনা মুক্ত ঋদ্ধি, ভালোবাসার মানুষের ছবি শেয়ার অভিনেতার

।। প্রথম কলকাতা ।।

নতুন বছর শুরু হতেই করোনার প্রকোপ মানুষকে অশান্ত, অসুস্থ করে তুলেছে, তা সে শারীরিক হোক বা মানসিক। প্রতিনিয়ত একাধিক মানুষ কোভিড সংক্রমিত হচ্ছেন। আর এই ভয়াবহ মহামারী করোনার থাবা থেকে নিস্তার পায়নি টলি পাড়া। অভিনেতা থেকে পরিচালক, গায়ক গায়িকা প্রত্যেকেই এই ভাইরাসের কবলে জর্জরিত। ইতিমধ্যেই সৃজিত, পরমব্রত, রুদ্রনীল, ইমন সহ একাধিক তারকা কোভিড পজিটিভ হয়ে হম আইসলেশনে আছেন।

তেমনই গত ৮ জানুয়ারি করোনা আক্রান্ত হয়েছিলেন ঋদ্ধি। সংক্রমিত হয়েছিলেন রেশমি সেনও। এই নিয়ে দ্বিতীয় বার করোনার হানা তাঁদের পরিবারে। কিছু দিন বাড়িতে নিভৃতবাসে থাকার পর কোভিডমুক্ত ঋদ্ধি। করোনা মুক্ত হতেই নিজের ভালোবাসার মানুষের সাথে ছবি শেয়ার করেছেন অভিনেতা ঋদ্ধি সেন।

ক্যাপশনে অভিনেতা লিখেছেন,‘আনকোয়ারেন্টিনড। সবার ভালোবাসা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ যেটা আমায় সত্যি সত্যি ইতিবাচকতা এনে দিয়েছে’। ছবিটি ট্যাগ করেছেন সুরঙ্গনাকেও। ছবি তুলেছেন সোহিনী গুপ্ত। গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাগ করে নেন অভিনেতা ঋদ্ধি। সেখানে দেখা যায়, হাসিমুখে ঘরে বসে রয়েছেন ঋদ্ধি। আর কালো পোশাকে তাঁর হাতে হাত দিয়ে বসেছেন সুরঙ্গনা।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories