Prothom Kolkata

Popular Bangla News Website

করোনা সংক্রমণের জের, স্থগিত এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ

1 min read

।। প্রথম কলকাতা ।।

জল্পনা চলছিল গত কয়েক দিন ধরেই। এটিকে মোহনবাগান দলের বেশ কয়েক জন ফুটবলার করোনা আক্রান্ত হওয়ায় আজকের সন্ধ্যায় অনুষ্ঠিত হতে চলা ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে আইএসএল কর্তৃপক্ষ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ওয়েবসাইট অনু্যায়ী এই ম্যাচটি কয়েকদিন পর আয়োজিত হবে। তবে সেই ম্যাচের দিনক্ষণ এখনও জানানো হয়নি। প্রসঙ্গত গত শনিবার এটিকে মোহনবাগানের আরও একটি ম্যাচ স্থগিত রাখা হয়েছিল।

সবুজ মেরুন দলের একাধিক ফুটবলারের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসায় গত শনিবার ওড়িশা এফসি ম্যাচ স্থগিত রাখবার সিদ্ধান্ত নেয় আইএসএল কর্তৃপক্ষ। আক্রান্ত ফুটবলারদেরকে নিভৃতবাসে রাখা হয়েছিল। তবে দলের অন্য ফুটবলারদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়বার ভয়ে গত পাঁচ দিন অনুশীলন করেনি এটিকে মোহনবাগান। আজ, ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে মাঠে নামার কথা ছিল রয় কৃষ্ণাদের। এটিকে মোহনবাগান দলের একাধিক ফুটবলার করোনা আক্রান্ত হওয়ায় চিকিৎসক দলের পরামর্শ মেনে সেই ম্যাচ স্থগিত রাখছে আইএসএল।

গতকাল সন্ধ্যায় এটিকে মোহনবাগানের কর্তারা জানিয়েছিলেন টানা পাঁচ দিন অনুশীলন করতে না পারায় বেঙ্গালুরু এফসি ম্যাচে মাঠে নামাটা কঠিন হবে। ম্যাচ স্থগিত রাখা হবে কিনা সেই সিদ্ধান্ত পুরোটাই আইএসএল কর্তৃপক্ষের উপর নির্ভরশীল ছিল। আজ সকালে ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত জানার পর খানিক স্বস্তিতে সবুজ মেরুন শিবির।

Categories