Prothom Kolkata

Popular Bangla News Website

‘বিভিন্ন উৎসব ভারতের প্রাণবন্ত সংস্কৃতিকেই নির্দেশ করে’, মকর সংক্রান্তিতে শুভেচ্ছা মোদীর

1 min read

।।প্রথম ভারত।।

করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যেই আজ দেশের বিভিন্ন অঞ্চলে বাজছে উৎসবের রিংটোন। আজ যে মকর সংক্রান্তি। আর এই বিশেষ দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন অংশে শীতের শেষ এবং ফসল কাটার ঋতুর সূচনা উপলক্ষে বেশ কয়েকটি উত্সব উদযাপন করা হয়। এই উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার জাতিকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, বিভিন্ন উত্সব দেশের প্রাণবন্ত সাংস্কৃতিক বৈচিত্র্যকেই নির্দেশ করে।

ভারত মানেই যেন, ‘বিবিধের মাঝে দেখ মিলন মহান’। আজ প্রধানমন্ত্রীর করা বিভিন্ন ট্যুইটে যেন সেই কথাই প্রতিফলিত হয়েছে। বিভিন্ন ট্যুইটে মোদী দেশের সমস্ত উদযাপনকারী সম্প্রদায়কে নিজের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি একটি ট্যুইটে লিখেছেন, ‘ভারত জুড়ে আমরা বিভিন্ন উৎসবকে চিহ্নিত করছি যা ভারতের প্রাণবন্ত সাংস্কৃতিক বৈচিত্র্যকে নির্দেশ করে। এই উৎসবগুলিতে রইলো আমার শুভেচ্ছা।’ মকর সংক্রান্তি, পোঙ্গল, ভোগালী বিহু, ও উত্তরায়ণ মানে হল ফসল কাটার শুরু। এই সময়কে ফসল কাটার মরসুম হিসাবেই বিবেচনা করা হয়। এরপরই শীত বিদায় নিয়ে আসে বসন্ত। পরিবেশ সংরক্ষণের সঙ্গে সঙ্গে এই অনুষ্ঠানটি ভারতের বিভিন্ন প্রদেশের মানুষেরা উদযাপন করে নতুন ফসল কেটে।

মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে আজ প্রধানমন্ত্রী একটি বার্তা ছবি সহ শেয়ার করেছেন। যেখানে লেখা রয়েছে, ‘মকর সংক্রান্তি উপলক্ষ্যে আপনাদের সকলকে শুভেচ্ছা। প্রকৃতির পূজার সঙ্গে যুক্ত এই উৎসব সবার জীবনে সুস্বাস্থ্য ও সুখ বয়ে আনুক।’ উত্তরায়ণ উপলক্ষে মোদী গুজরাটি ভাষায় একটি ছবি ও বার্তা ট্যুইট করেছেন। সেখানে লেখা রয়েছে, এবং বলেছেন, ‘একটি চমৎকার উত্তরায়ণ কাটুক।’

অপর একটি ট্যুইটে প্রধানমন্ত্রী ভোগী উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সেখানে উল্লেখ করেছেন, বলেন, ‘সবাইকে ভোগীর শুভেচ্ছা। এই বিশেষ উৎসব আমাদের সমাজে আনন্দের চেতনাকে সমৃদ্ধ করুক। আমি আমাদের সহ নাগরিকদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।’

অসমের মাঘ বিহু নিয়েও ট্যুইটে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি প্রার্থনা করেছেন, ‘এই উৎসব সবার জীবনে সুখ ও সমৃদ্ধি বাড়ায়।’ পাশাপাশি পোঙ্গল উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে মোদী ট্যুইট করেছেন, ‘পোঙ্গল তামিলনাড়ুর প্রাণবন্ত সংস্কৃতির সমার্থক।’ পোঙ্গল উপলক্ষে তিনি ট্যুইটে উল্লেখ করেছেন, ‘এই বিশেষ উপলক্ষ্যে, সারা বিশ্বে ছড়িয়ে থাকা সবাইকে এবং বিশেষ করে তামিল জনগণকে জানাই আমার শুভেচ্ছা। আমি প্রার্থনা করি যে প্রকৃতির সঙ্গে আমাদের বন্ধন এবং আমাদের সমাজে ভ্রাতৃত্বের চেতনা আরও গভীর হোক।’

পাশপাশি ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও বৃহস্পতিবার মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ‘বৈচিত্র্যের মধ্যে একতাই আমাদের দেশকে সংজ্ঞায়িত করে। এই উৎসবগুলো প্রকৃতির সঙ্গে আমাদের জৈব সম্পর্ককে তুলে ধরে। উৎসব সবার জন্য সমৃদ্ধি ও সুখ বয়ে আনুক।’ অমিত শাহ, জেপি নাড্ডা এবং রাহুল গান্ধী সহ আরও বেশঅনেক বিশিষ্ট নেতারাও মকর সংক্রান্তি উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তের উত্সবগুলিতে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories