Prothom Kolkata

Popular Bangla News Website

হাসপাতালে আহতদের খবর নিতে পৌঁছলেন রেলমন্ত্রী, কথা বললেন চিকিৎসকদের সঙ্গে

1 min read

।। প্রথম কলকাতা ।।

বিকানের গুয়াহাটি এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা কবলে বহু যাত্রী। গুরুতর আহতদেরকে ভর্তি করা হয়েছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। এছাড়াও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে সকলেরই। ময়নাগুড়ি দুর্ঘটনাস্থলে সকালে এসে পৌঁছেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এবার তিনি হাসপাতালে পৌঁছে আহতদের খবরা-খবর নিলেন। কথা বললেন আহত যাত্রীদের সঙ্গে।

এদিন তিনি এসে উপস্থিত হন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে ইতিমধ্যে ৩৬ জন দুর্ঘটনাগ্ৰস্থ যাত্রীর চিকিৎসা চলছে। তাদের সঙ্গে নিজে দাঁড়িয়ে থেকে কথা বললেন রেলমন্ত্রী। এছাড়াও তিনি বলেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রী দুর্ঘটনাস্থলে সকল খবর নিছেন তাঁর কাছ থেকে। পরোক্ষভাবে হলেও প্রধানমন্ত্রী এই গোটা বিষয়টির উপর তাঁর নজরদারির রাখছেন বলে জানান তিনি। তিনি গুরুতর আহতদের সঠিকভাবে চিকিৎসার জন্য কথা বলেন হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে। এছাড়াও মৃত যাত্রীদের আত্মার শান্তি কামনা করেন তিনি। যেসকল সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা চলছে সেখানকার চিকিৎসক মন্ডলীর কাজের প্রশংসা করেন তিনি। এছাড়াও গতকালই রেলের তরফ থেকে দুর্ঘটনায় মৃত এবং আহত যাত্রীদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয় ।শুক্রবার সকালে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রায় ৪০ মিনিট ধরে দুর্ঘটনাস্থলে থেকে সমস্ত বিষয়ে পর্যবেক্ষণ করেন। ইঞ্জিনের কোনো ত্রুটির ফলে আচমকাই দুর্ঘটনা এমনটি সম্ভাব্য কারণ হিসেবে বলেন তিনি। এছাড়াও উচ্চ তদন্তকারী দল এই বিষয়ে খতিয়ে দেখছে বলে জানান তিনি।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories