Prothom Kolkata

Popular Bangla News Website

Weather: সংক্রান্তিতে হালকা বৃষ্টির সম্ভাবনা, কবে থেকে আবহাওয়ার উন্নতি?

।।প্রথম কলকাতা।।

বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে রাজ্যে। আর সেই কারণেই আবারও অনুভূত হচ্ছে শীত। আজ থেকেই কমবে বৃষ্টিপাত জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উপকূলীয় জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আবারও শীতের মুখে বাধা দুটি পশ্চিমী ঝঞ্জা যার জেরে আবারও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে এখনই থামছে না বৃষ্টি । আগামী ২৪ ঘন্টা হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে।

পশ্চিমী ঝঞ্ঝার কারণে হাওয়ার গতিপথের পরিবর্তন ঘটেছিল। যার ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ হওয়া ঢুকছিল। যার প্রভাবে রাজ্যে অকাল বৃষ্টিপাত চলে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং ১৯ সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে থাকবে। অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার দাপটে পৌষের শেষেও মুখ ঢেকেছে শীত। যা দেখা যাচ্ছে মকর সংক্রান্তিতে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা আর নেই।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories