Prothom Kolkata

Popular Bangla News Website

বদলালো না সমীকরণ ! আদানিদের বিরুদ্ধে কড়া চিঠি মহুয়ার, কী লিখলেন তিনি ?

1 min read

।। প্রথম কলকাতা ।।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গৌতম আদানির বৈঠকের পর অনেকেই মহুয়া মৈত্রকে তোপ দেগেছেন। তিনি আগে ট‍্যুইট ডিলিট করে দিতে পারেন বলেও অনেকে খোঁচা দিয়েছিলেন। আসলেই নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ গৌতম আদানি কে সমালোচনায় বিদ্ধ করতেন মহুয়া মৈত্র। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গৌতম আদানির বৈঠকের পর সেই ট‍্যুইটগুলি মহুয়া মৈত্র ডিলিট করে দিয়েছেন বলে অনেকে অভিযোগ তুলেছিলেন।

যদিও মহুয়া মৈত্র জানিয়েছিলেন তিনি কোনো ট‍্যুইট ডিলিট করেননি। এই পরিস্থিতিতে মহুয়া মৈত্র একটি ট‍্যুইট করেছেন। যেখানে দেখা যাচ্ছে তিনি একটি চিঠির পাতা তুলে ধরেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘ আদানি পাওয়ারের ডিগ্রী স্টিংয়ের অনিয়মের কথা তুলে ধরে সেবি চেয়ারম্যানের কাছে আমার চিঠি’।

আদানি গোষ্ঠীর বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। অনেকেই ভেবেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং গৌতম আদানির মধ্যে বৈঠকের পর মহুয়া মৈত্রর সমীকরণ বদলে যাবে। এরই মধ্যে তিনি ফের আদানি দের বিরুদ্ধে সরব হলেন। তাদের বেআইনি মালিকানাকে বৈধ করতে চাইছে বলে অভিযোগ করে এবার সেবিকে চিঠি লিখলেন তিনি।

আপডেট থাকতে ফলো করুন আমাদের ইউটিউব , ফেসবুক, ট্যুইটার

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories