Prothom Kolkata

Popular Bangla News Website

অঝোরে বৃষ্টির জেরে জল থইথই কলেজ স্ট্রিট, পুরসভার তরফে চলছে পাম্পিং

।। প্রথম কলকাতা ।।

সারারাত টানা বৃষ্টির জেরে ফের জল জমল উত্তর কলকাতার কলেজ স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ সহ পার্শ্ববর্তী এলাকায়। বঙ্গোপসাগরে উদ্ভুত নিম্নচাপের কারণে রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হচ্ছিল, যা চলে রাতভর। আর তাতেই জল জমে গেল কলকাতার বেশ কিছু অংশে। জল নামাতে ইতিমধ্যেই পুরসভার তরফে পাম্পিং শুরু হয়েছে। আশা করা হচ্ছে, আগামী কয়েকঘন্টার মধ্যেই জল নেমে যাবে।

পুরভোটের আগেই কলকাতায় আবার জল যন্ত্রণার ছবি সামনে এল। তবে, বিগত সময়ে নিম্নচাপের দরুণ যে পরিমাণ জল জমেছিল এবার অবশ্য তা জমেনি। কলেজ স্ট্রিটের গলিতে জল পায়ের গোড়ালি ছুঁয়েছে। অন্যদিকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে রাস্তার দু’পাশে মুলত জল জমেছে, আবার কোথাও পুরো রাস্তাতেও জল। জল জমার কারণে রাস্তায় যানজট কিছুটা বেশী দেখা যাচ্ছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল থেকেই বৃষ্টি কমার কথা ছিল কলকাতায়। বৃষ্টি কমলেও কলকাতার আকাশ মেঘলা। মাঝে মধ্যে দু’এক দফা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, দক্ষিণবঙ্গের অনেক জেলাতে এখনও বৃষ্টি চলছে। এমনকি আজ ধারাবাহিকভাবে বৃষ্টি বাড়তেও পারে বলে হাওয়া অফিস জানিয়েছে। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে।

আপডেট থাকতে ফলো করুন আমাদের ইউটিউব , ফেসবুক, ট্যুইটার

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Categories