Prothom Kolkata

Popular Bangla News Website

‘পঞ্চায়েতের মতো পুরসভা ভোটে জবরদস্তি করা যাবে না’, সৌগতর মন্তব্যে তোলপাড় বঙ্গ রাজনীতি

1 min read

।। প্রথম কলকাতা ।।

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আগামী ১৯ ডিসেম্বর ২০২১ এ হতে চলেছে কলকাতা পুরসভার ভোট। গণনা হবে ২১ শে ডিসেম্বর। কলকাতার ১৪৪ টি ওয়ার্ডের ভোট হবে । তবে বিরোধীরা অভিযোগ তুলছে রাজ্য সরকার তথা শাসক দল নিজেদের ইচ্ছামত নির্বাচন করে মানুষের অধিকার নিয়ে খেলা করছে। তাদের দাবি সব জায়গায় ভোট হওয়া দরকার। এই পরিস্থিতিতে বিস্ফোরক তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)। আজ তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন ,’কয়েকটা পুরসভা জেতার থেকে গুরুত্বপূর্ণ লোকসভায় ভালো ফলাফল করা’। আজ এমনই বিস্ফোরক মন্তব্য করেন সৌগত রায়।

তিনি বলেন,’ পার্টি আলোচনা করে এই সিদ্ধান্তে এসেছে তলার স্তরের নির্বাচন অর্থাৎ পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচনে কোনো জবরদস্তি করা যাবে না। পঞ্চায়েত নির্বাচনে সময় অনেকে জবরদস্তি করেছেন। পঞ্চায়েত জবর দখলের মূল্য দিতে হয়েছে ২০১৯ এর লোকসভা ভোটে। পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে মানুষের অনেক ক্ষোভ ছিল আজ তা নিজের মুখেই স্বীকার করে নেন সৌগত রায়। সৌগত রায় পরিষ্কার জানিয়ে দেন, পুরসভা নির্বাচনে কোনো রকম জবরদস্তি করা যাবে না।তাই কয়েকটা পুরসভা জেতার চেয়ে তৃণমূলের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচনে ভালো ফলাফল করা’।

আপডেট থাকতে ফলো করুন আমাদের ইউটিউব , ফেসবুক, ট্যুইটার

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম