Prothom Kolkata

Popular Bangla News Website

সিম য়ুজিনকে উড়িয়ে ইন্দোনেশিয়া ওপেনের সেমিফাইনালে পিভি সিন্ধু

1 min read

।। প্রথম কলকাতা ।।

ইন্দোনেশিয়া ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচে ওহোরির বিরুদ্ধে কঠিন লড়াইয়ের মুখে পড়েছিলেন পিভি সিন্ধু। সেই বাধা টপকাতেই দুরন্ত ছন্দে দুইবারের অলিম্পিক পদকজয়ী ও বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় শাটলার। শুক্রবার শেষ আটের ম্যাচে সিন্ধুর প্রতিপক্ষ ছিলেন দক্ষিণ কোরিয়ার সিম য়ুজিন। ১ঘন্টা ৬মিনিটের ম্যাচে প্রথম সেট খোয়ানোর পর দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে সিন্ধু জিতলেন ১৪-২১, ২১-১৯, ২১-১৪।

ইন্দোনেশিয়া ওপেনের দুই নম্বর কোর্টে শুরুটা ভালোই করেছিলেন দক্ষিণ কোরিয়ার য়ুজিন। টোকিও অলিম্পিকের ব্রোঞ্জজয়ী সিন্ধুকে কোনও সুযোগ না দিয়ে মাত্র ১৭ মিনিটের মধ্যে ২১-১৪ ব্যবধানে প্রথম সেট দখল করেন য়ুজিন। এরপর দ্বিতীয় সেটেও কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছে সিন্ধুকে। রুদ্ধশ্বাস প্রতিযোগিতার মধ্যে স্নায়ুর চাপ সামলে শেষ হাসি হাসেন ভারতীয় শাটলারই। ২১-১৯ ব্যবধানে দ্বিতীয় সেট জিতে সমতা ফেরান সিন্ধু।

তৃতীয় ও নির্নায়ক সেটে একসময় স্কোরলাইন ছিল ১১-১১। দীর্ঘদিন বড়ো মঞ্চে খেলবার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২১-১৪ ব্যবধানে সেট ও ম্যাচ জিতে নেন সিন্ধু। ইন্দোনেশিয়া ওপেনের সেমিফাইনালে জাপানের আসুকা তাকাহাশি বনাম থাইল্যান্ডের রাতচানোক ইন্তাননে ম্যাচের জয়ী শাটলারের মুখোমুখি হবেন তিনি। প্রসঙ্গত দুইবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু অতীতে ইন্তাননের বিরুদ্ধে বারংবার সমস্যায় পড়েছেন। ভারতীয় শাটলারের শিরোপাদখলের রাস্তা তাই বেশ দূর্গম।