Prothom Kolkata

Popular Bangla News Website

দাসনগরে ব্যবসায়ীকে খুনের চেষ্টা, রহস্য উদ্ঘাটন পুলিশের

।। প্রথম কলকাতা ।।

ফের দুষ্কৃতি হামলা হাওড়ায়। ব্যবসায়ীকে খুনের চেষ্টা করার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই দৃষ্টান্ত হাওড়ার সাধারণ মানুষের নিরাপত্তাকে আবারও প্রশ্নের মুখে ফেলে দিল। গতকাল হাওড়ার দাসনগরে ব্যবসায়ীকে খুনের চেষ্টা করা হয়েছিল। এবার সেই ঘটনার রহস্যের কিনারা করলো পুলিশ। চব্বিশ ঘণ্টার মধ্যে দুষ্কৃতীরা জগাছা থানার পুলিশের জালে ধরা পড়ল। গতকাল রাতে দাসনগরের ওই ব্যবসায়ী দেশ কুমার দে কে প্রকাশ্যে গুলি চালিয়ে খুনের চেষ্টা করে দুষ্কৃতীরা। অল্পের জন্য বেঁচে যান ওই ব্যবসায়ী। দুষ্কৃতীদের গুলি চালানোর ওই ঘটনা ধরা পরে সিসিটিভিতে।

ধৃতদের নাম স্বর্নদীপ রায়চৌধুরী ও কমল দে। তাঁদের কাছ থেকে একটি সেভেন এম এম পিস্তল ও তিনটি ওয়ান শটার বন্দুক উদ্ধার করা হয়েছে। জগাছা থানার ধারসা এলাকায় অভিযুক্তরা গা ঢাকা দিয়ে ছিল বলে জানা গিয়েছে। তোলাবাজির টাকা না দেওয়ায় ওই ব্যবসায়ীকে খুনের পরিকল্পনা করা হয়েছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের।

আপডেট থাকতে ফলো করুন আমাদের ইউটিউব , ফেসবুক, ট্যুইটার

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম