Prothom Kolkata

Popular Bangla News Website

SSC : সিঙ্গল বেঞ্চের বেতন বন্ধের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে প্রার্থীরা

। । প্রথম কলকাতা । ।

নিয়োগে বেনিয়মের অভিযোগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরো ৫৪২ জনের বেতন বন্ধের নির্দেশ দিয়েছিলেন গতকাল। স্কুল সার্ভিস কমিশনের চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। তারপর সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ। এবার গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গেল বেঞ্চের বেতন বন্ধের নির্দেশকে চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ করে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করার অনুমতি।

প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্ত ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের মামলা দায়ের করার অনুমতি দিল ডিভিশন বেঞ্চ। মামলা করলেন বিতর্কিত ২৫ জন প্রার্থীর মধ্যে তিনজন। দাবি, তাদের বক্তব্য না শুনেই বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। ২৫ জন প্রার্থীর বেতন বন্ধের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিঙ্গেল বেঞ্চের এসএসসিকে দেওয়া নতুন নির্দেশ নিয়ে চ্যালেঞ্জ এবার ডিভিশন বেঞ্চে।মামলাকারীদের কোনো বক্তব্য রাখতে না দিয়েই এসএসসিকে ৫৪২ জনের বেতন বন্ধের পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। একইসঙ্গে এসএসসির বক্তব্য, আমরা এই ব্যাপারে হলফনামা দিতে চাইলেও তাতে অনুমতি দেয়নি ওই বেঞ্চ।

আপডেট থাকতে ফলো করুন আমাদের ইউটিউব , ফেসবুক, ট্যুইটার

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম