Prothom Kolkata

Popular Bangla News Website

বড় খবর : প্রয়াত প্রাক্তন সাংসদ অবনী রায় , ট‍্যুইটে শোক প্রকাশ মমতার

1 min read

।। প্রথম কলকাতা ।।

চলে গেলেন বামপন্থী নেতা অবনী রায়। বৃহস্পতিবার দিল্লিতে আরএসপি নেতা প্রাক্তন সাংসদ এর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। জানা গেছে তিনি বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন।শারীরিক অসুস্থতার কারণেও পুনরায় সাংসদ পদ এবং সক্রিয় রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছিলেন।

তিন ১৯৭৮ সালে কলকাতা থেকে জয়ী হয়েছিলেন। ১৯৭৮ এবং ২০১১ সাল পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন। আবার আরেকটি সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ২০১৬ সালে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। তারপর থেকে তিনি অসুস্থ ছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি শয্যাশায়ী ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করে একটি ট‍্যুইট করে শোক প্রকাশ করেছেন।

তিনি লিখেছেন, প্রবীণ আরএসপি নেতা অবনীবাবু রাজ্যসভার সাংসদ ছিলেন। সমাজকল্যাণমূলক কাজকর্মে তার বিশেষ অবদান রয়েছে। তাঁর প্রয়াণে রাজনৈতিক জগতে অপূরণীয় ক্ষতি হল। আমি অবনী রায়ের আত্মীয় পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি’।

আপডেট থাকতে ফলো করুন আমাদের ইউটিউব , ফেসবুক, ট্যুইটার

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম