Prothom Kolkata

Popular Bangla News Website

বারাসাতে করোনায় মৃতের পরিবারকে রাজ্য সরকার ঘোষিত আর্থিক অনুদান

। প্রথম কলকাতা ।।

যে সমস্ত ব্যক্তি করোনায় মারা গিয়েছিলেন, তাঁদের পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেবার ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই মতো আজ বারাসাতে জেলাশাসকের দপ্তরে করোনায় মৃত পরিবারের হাতে রাজ্য সরকার ঘোষিত আর্থিক অনুদান তুলে দেওয়া হল।

আজ বারাসাত জেলা শাসকের দপ্তরে জেলা বিপর্যয় ব্যবস্থাপনার পক্ষ থেকে করোনায় মৃত ৫ জনের পরিবারকে এই আর্থিক অনুদান দেওয়া হয়। জেলা শাসক সুমিত গুপ্তা ৫০ হাজার টাকার চেক ৫ টি পরিবারের হাতে তুলে দেয়।

পরবর্তীক্ষেত্রে অনুদান পাওয়ার জন্য সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকার বিডিও অফিস ও মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে এসডিও অফিসে প্রমাণসহ বেশকিছু আবেদন জমা দেওয়ার কথা জানানো হয় আজ। তাছাড়া আবেদনের ফর্ম জেলার ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে বলেও এদিন জেলাশাসক সুমিত গুপ্তা জানান। মৃত্যুর সার্টিফিকেট, আঁধার কার্ড, আবেদনের ফর্ম নিয়ে বিডিও ও এসডিও অফিসে আবেদন করা যাবে বলে জানানো হয়।

আপডেট থাকতে ফলো করুন আমাদের ইউটিউব , ফেসবুক, ট্যুইটার

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম