Prothom Kolkata

Popular Bangla News Website

প্রথম ভারতীয় ক্লাব হিসাবে নজির, ফিফা গ্লোবাল সিরিজে দল পাঠাচ্ছে মুম্বাই সিটি এফসি

1 min read

।। প্রথম কলকাতা ।।

বৃহস্পতিবার প্রথম ভারতীয় ফুটবল ক্লাব হিসাবে নিজেদের অফিশিয়াল ই-স্পোর্টস দল ঘোষণা করল গতবারের আইএসএল চ্যাম্পিয়ন মুম্বাই সিটি এফসি। ই-স্পোর্টসের বাড়তে থাকা জনপ্রিয়তা ও অনুরাগীদের জন্যে দৃঢ় সংযোগ গড়ে তুলতে অভিনব প্রয়াস নিয়েছে ক্লাবটি। মুম্বাই সিটি এফসি’ই প্রথম ভারতীয় ক্লাব হিসাবে ফিফা গ্লোবাল সিরিজে দল পাঠাবে।

জাতীয় ও আন্তর্জাতিক ফিফা ২২ প্রতিযোগিতায় ক্লাবের প্রতিনিধিত্ব করবার জন্যে সক্ষম ‘স্যাক্কি’ রাত্তান ও সিধ ‘জেনাসিডএফসি’ চন্দারানাকে সই করিয়ছে মুম্বাই সিটি এফসি। ফিফা গ্লোবাল সিরিজের 1v1, 2v2 ইভেন্টেও এই দুজন প্রতিদ্বন্দ্বিতা করবেন। জাতীয় র‍্যাঙ্কিংয়ের তৃতীয় ও পঞ্চম স্থানে থাকা সক্ষম, সিধ অতীতে ইএসএল এশিয়া কাপ, ফিফা ই-নেশন সিরিজ সহ নানান জাতীয়, আন্তর্জাতিক ফিফা ইভেন্টে পুরস্কার জিতেছেন।

ইস্পোর্টস দল ঘোষণার পর মুম্বাই সিটি এফসি সিইও কন্দর্প চন্দ্র বলেন – ” গেমিং ও ইস্পোর্টস খেলার দুনিয়ায় নতুন মাত্রা যোগ করেছে। আমরা ই-স্পোর্টসের সম্ভাবনাটা চিহ্নিত করতে পেরেছি। ভারতের ফুটবল মানচিত্রে ই-স্পোর্টস গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবার সম্ভাবনা রাখে। আমাদের লক্ষ্য ই-স্পোর্টসের উপর ভিত্তি করে ভারত ও ভারতের বাইরে বৃহত্তর ফ্যানবেস গড়ে তোলা। ক্লাবের অনুরাগীদের জন্যে মাঠ ও মাঠের বাইরে ক্লাবকে সমর্থন করবার সুযোগ তৈরি হলো। “

অভিনব সুযোগ পেয়ে আপ্লুত পেশাদার ই-স্পোর্টস তারকা সক্ষম। একাধিক আন্তর্জাতিক পুরস্কার জয়ী গেমার বলেন – ” ভারতের শ্রেষ্ঠ ফুটবল ক্লাবের প্রতিনিধিত্ব করবার সুযোগ পেয়ে আমি ভীষণই গর্বিত। এই নতুন সুযোগ খুবই উত্তেজক। মুম্বাই সিটি এফসি সবসময়ই শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাতে চায়। সাম্প্রতিক সময়ে কেবলমাত্র মাঠেই নয়, মাঠের বাইরেও তাদের সেই উচ্চাকাঙ্ক্ষার প্রমাণ মিলেছে। ক্লাবের ভবিষৎ পরিকল্পনা আমাকে অনুপ্রেরণা জোগাচ্ছে। আমার ভালো বন্ধু সিধের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মুম্বাই সিটি এফসির জন্যে সেরাটা দেওয়ার চেষ্টা করব। “