Prothom Kolkata

Popular Bangla News Website

একাধিক দাবিতে প্ল্যাকার্ড-ব্যানার সহযোগে কলকাতার রাজপথে মানবাধিকার সংগঠনগুলি

।। প্রথম কলকাতা ।।

আজ কলকাতার রাজপথে বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলিকে এক মানববন্ধন মিছিল করতে দেখা যায়। এই মানববন্ধন মিছিল কলকাতার ধর্মতলা থেকে মৌলালি পর্যন্ত করা হয়। বিভিন্ন দাবি আদায়ের উদ্দেশ্যে তাঁদের এই মিছিল করা হয়েছে বলে জানা গেছে। কৃষক আন্দোলনের সমর্থনে এবং এনআরসি, সিএএ বাতিল করা ও বিএসএফ এর সীমানা ৫০ কিলোমিটার প্রত্যাহার করার দাবিতে এই মানবন্ধন মিছিলের আয়োজন করা হয়।

এই মিছিলে অংশগ্রহণ করে বোলান গঙ্গোপাধ্যায় জানান, ‘এনআরসি, সিএএ আইনগুলির আমরা বাতিল চাই এবং এগুলো দেশবাসীর ওপর লাঘু করা যাবে না। কৃষকের আন্দোলনকে সমর্থন জানাতে আমরা এখানে আজ সমবেত হয়েছি’।

আহ্বায়ক কুশল দেবনাথ জানান, কৃষক আন্দোলনের সমর্থনে তাঁরা এই মিছিল করছে। তাছাড়া এনআরসি, সিএএ বাতিল করা ও বিএসএফ এর সীমানা ৫০ কিলোমিটার বাতিল করার দাবিতে এই মানববন্ধন মিছিল করা হয়েছে বলে তিনি জানান।

আপডেট থাকতে ফলো করুন আমাদের ইউটিউব , ফেসবুক, ট্যুইটার

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম