Prothom Kolkata

Popular Bangla News Website

পুরভোটে আগরতলায় হিংসা! থানার সামনে অবস্থান-বিক্ষোভ তৃণমূলের

1 min read

।। প্রথম কলকাতা ।।

ত্রিপুরায় (Tripura) পুরভোটে সকাল থেকেই সন্ত্রাসের অভিযোগ করে আসছে বিরোধীরা। তাঁদের অভিযোগ মূলত শাসক দল বিজেপির বিরুদ্ধে। যদিও শাসক দলের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়।

এবার পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে আগরতলা ( Agartala) পূর্ব থানা ঘেরাও করলো তৃণমূল কংগ্রেস। থানার সামনে চলে তাঁদের অবস্থান বিক্ষোভ। এই অবস্থান বিক্ষোভের নেতৃত্ব দেন সুবল ভৌমিক। পরে বিক্ষোভকারীদের আটক করে পুলিশ।

অন্যদিকে, তৃণমূল প্রার্থীর ছেলে আক্রান্ত হওয়ার অভিযোগ ওঠে আগরতলায়। আগরতলা পুরসভার ৮ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী পদ্মা ভট্টাচার্যের ছেলেকে মারধর করার অভিযোগ ওঠে। ৫ নং ওয়ার্ডে ভোট দিতে যাওয়ার সময় তৃণমূল প্রার্থীর ছেলে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয় বলে অভিযোগ করা হয়। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আপডেট থাকতে ফলো করুন আমাদের ইউটিউব , ফেসবুক, ট্যুইটার

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম