Prothom Kolkata

Popular Bangla News Website

মেসি-নেইমারদের দৌড় থামিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি

1 min read

।। প্রথম কলকাতা ।।

তারকাখচিত পিএসজির দৌড় থামিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন্স লিগের নক আউটে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে হারলেও দ্বিতীয় রাউন্ডে যেতে পিএসজির সমস্যা হয়নি। গ্রুপ রানার্স আপ হয়েই শেষ ষোলোয় পৌঁছে গেছে পিএসজি। প্রথম লিগের ম্যাচে ঘরের মাঠে ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছিল পিএসজি। এবার মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল ম্যানসিটির সামনে। ইত্তেহাদ স্টেডিয়ামে প্রথমে গোল হজম করেও শেষ পর্যন্ত মেসি-নেইমার-এমবাপেদের জিততে দেয়নি স্টার্লিং-জেসুসরা। ফলে শেষ পর্যন্ত হতাশা সঙ্গী হয় মেসি-এমবাপ্পেদের। ২-১ গোলের ব্যবধানে পিএসজিকে হারিয়েই মাঠ ছাড়ে পেপ গুয়ার্দিওলার শিষ্যরা।

পিএসজির হয়ে ৫০ মিনিটে কিলিয়ান এমবাপে গোল করে এগিয়ে দেন। কিন্তু উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি ফরাসি দলটির। ৬৩ মিনিটে গোল করে সিটিকে সমতায় ফেরান রাহিম স্টার্লিং এবং ৭৬ মিনিটে জয়সূচক গোলটি করেন গাব্রিয়েল জেসুস। যদিও এদিন ম্যানসিটিকে মাঠে নামতে হয়েছিল তাদের সেরা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনকে ছাড়াই। কোভিড-১৯ পজিটিভ হওয়ার কারণে দলের বাইরে ছিলেন তিনি। তবুও নিজেদের ঘরের মাঠে তাঁরা অপ্রতিরোধ্য। তারকায় ঠাসা পিএসজিকে প্রথমার্ধ জুড়ে দর্শক বানিয়ে একের পর এক আক্রমণ করেও গোল পায়নি না ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের ভিতর গোল খেয়ে বসে গুয়ার্দিওলার দল। সেই ধাক্কা আস্তে আস্তে কাটিয়ে উঠে জয় তুলে নেয় ইংলিশ চ্যাম্পিয়নরা।