Prothom Kolkata

Popular Bangla News Website

প্রয়াত বলিউড অভিনেতা ইউসুফ হোসেন, শোক প্রকাশ মনোজ বাজপেয়ীর

1 min read

৷৷ প্রথম কলকাতা ৷৷

প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেতা ইউসুফ হোসেন৷ বহু হিন্দি ছবিতে তাঁকে দেখা গেলেও দর্শক তাঁকে মনে রেখেছেন ‘ধুম ২’, ‘বিবাহ’, ‘দিল চাহতা হ্যায়’ এর মতো সব ব্লকব্লাস্টার ছবিতে অভিনয় করার সুবাদে। অভিনেতার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত বলি-অভিনেতা মনোজ বাজপেয়ীও।অভিনেতা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁর ‘ইউসুফ সাহাব’ এর উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করেন৷

বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় একটি খোলা চিঠি লিখেছেন তাঁর জামাই তথা বিশিষ্ট পরিচালক হনসল মেহতা৷ সেই খোলা চিঠিতে অকপটভাবে হনসল স্বীকার করেছেন কীভাবে তাঁর পরিচালক হওয়ার শুরুর দিনগুলোয় সর্বতভাবে সাহায্য করেছিলেন টানে শ্বশুর। ‘ইউসুফ সাহাব’ এর ভরসা এবং অর্থনৈতিক সাহায্য না পেলে যে তাঁর পরিচালক হওয়া হতো না সে বিষয়ে সোজাসুজি লিখতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি তিনি। ‘স্ক্যাম ১৯৯২’ সিরিজ খ্যাত পরিচালক হনসল লিখছেন, ‘তখন শাহিদ ছবির শ্যুটিং জোরকদমে এগোচ্ছে। মাঝপথে টাকা ফুরিয়ে গেল। অথচ তখনও প্রচুর কাজ বাকি। কী করব ভেবে পাচ্ছি না, নির্ঘুম রাত কাটাচ্ছি। এমন সময় পাশে এসে দাঁড়ালেন ইউসুফ সাহাব। ভরসা জুগিয়ে বলেছিলেন তাঁর কাছে ফিক্সড ডিপোজিট করা কিছু টাকা আছে। সেগুলো যদি এখন কাজে না লাগে তো কখন লাগবে? শুনে অভিভূত হয়ে গেছিলাম।’

News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন প্রথম কলকাতা অ্যাপ