Prothom Kolkata

Popular Bangla News Website

খড়দায় বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী,ওঠে গো ব্যাক স্লোগান

1 min read

।। প্রথম কলকাতা ।।

সকাল থেকে শুরু হয়ে গেছে খড়দহে উপনির্বাচন। রয়েছে কুড়ি কোম্পানি আধা সামরিক বাহিনী। ভোট শুরুর কিছুক্ষণের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে খড়দহ। খড়দহ বিজেপি প্রার্থী জয় সাহা বিক্ষোভের মুখে পড়েন। খড়দহ ১৯২ নম্বর বুথে তৃণমূল এবং বিজিপির বচসায় জড়ায়। বিক্ষোভের মুখে পড়েন জয় সাহা।

ওই বুথে চাঞ্চল্য ছড়ায়। তৃণমূলের অভিযোগ জয় সাহা বিজেপির প্রতীক লাগানো গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন। জয় সাহা কে ঘিরে গো ব্যাক স্লোগান তোলেন তৃণমূল কর্মীরা। ঘটনাটি ঘটে বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের যুগবেড়িয়ায়। যদিও জয় সহ তৃণমূলের আনা অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন তার গাড়িতে কোনো রকম প্রতীক নেই। জয় সহ অভিযোগ তুলেছেন বুথের বাইরে বেআইনি জমায়েত করে ভোটারদের ভয় দেখাচ্ছে তৃণমূল। খড়দহের উপনির্বাচন যতই এগিয়ে এসেছে ততই উত্তেজনার পারদ চলেছে। আজ ভোটের দিনও বিজেপি প্রার্থী জয় সহ বিক্ষোভের মুখে পড়েন।

News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন প্রথম কলকাতা অ্যাপ