Prothom Kolkata

Popular Bangla News Website

” মেরা ফেভারিট তো আপ হি হো ” – ছোট্ট অনুরাগীর প্রশংসায় মজলেন নীরজ, দেখুন সেই ভিডিও

1 min read

।। প্রথম কলকাতা ।।

এইতো কয়েক মাস আগেই টোকিওতে ইতিহাস গড়ে দেশকে অ্যাথলেটিক্সে প্রথম অলিম্পিক সোনা এনে দিয়েছেন নীরজ চোপড়া। তারপর দেশে ফিরতেই নায়কের সম্মান। নীরজের জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া। একপর্যায়ে সম্বর্ধনার আতিশয্যে অসুস্থও হয়ে পড়েন এই জ্যাভলিন থ্রোয়ার। তারপরেও মাটির কাছেই রয়ে গিয়েছেন পানিপথের ছেলেটি। আরো একবার নেটিজেনদের মন কেড়েছেন নীরজ। কীভাবে? দেখুন সেই ভিডিও

ছোট্ট এক অনুরাগীর সঙ্গে নীরজের কথোপকথনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আইপিএস অফিসার পঙ্কজ নাইন। ভিডিওতে ছোট্ট মেয়েটি সঙ্গে কথা বলছিলেন নীরজ। অল্প কিছু কথার পরই মেয়েটি বলে ওঠে – ‘ তুমিই তো আমার সবচেয়ে প্রিয়। ” এরপর ছোট্ট অনুরাগীকে মিষ্টি আদর করেন সোনার ছেলে। আইপিএস অফিসার পঙ্কজ নাইন ভিডিওটির ক্যাপশনে লিখেছেন – ” এক মানুষটার সরলতা দেখুন। পানিপথ স্পোর্টস স্টেডিয়ামে ছোট্ট ছেলে মেয়েদের সঙ্গে কথা বলছেন নীরজ। অনেক দূর এগিয়ে যাও চ্যাম্পিয়ন। “

৭ই অগস্ট টোকিও অলিম্পিকে ইতিহাস সৃষ্টি করেন নীরজ। জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে ৮৭.৫৮ মিটার ছুঁড়ে সোনা জিতেছিলেন তিনি। অ্যাথলেটিক্সে এটি ভার‍তের প্রথম সোনা। অভিনব বিন্দ্রা পর দ্বিতীয় ভারতীয় হিসাবে ব্যক্তিগত সোনা জিতেছেন নীরজ।