Prothom Kolkata

Popular Bangla News Website

ফেইসবুক অ্যাপের নাম বদলাচ্ছে না, তাহলে কী পরিবর্তন জানুন সহজভাবে

1 min read

।। প্রথম কলকাতা।।

ফেসবুকের নতুন নাম মেটা৷ মার্ক জুকারবার্গের এই ঘোষণা ঝড়ের গতিতে পৌঁছে গিয়েছে গোটা বিশ্বের কাছে৷ কিন্তু সেই সঙ্গে ছড়িয়ে পড়েছে ধোঁয়াশাও৷ নাম কী বদলে যাচ্ছে ফেসবুক অ্যাপের? উত্তরটা হল না বদলাচ্ছে না৷ নাম পরিবর্তন হচ্ছে না ফেসবুক অ্যাপের৷ পরিবর্তন হচ্ছে না ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারেও এমনকি সংস্থার প্রধান নির্বাহী এবং সিনিয়র আধিকারিকদের কর্পোরেট কাঠামোরও পরিবর্তন হবে না। ফেসবুক অ্যাপ এবং সোশ্যাল মিডিয়া পরিষেবার ব্র্যান্ডিং অপরিবর্তিত থাকতে পারে এটি প্রকৃতপক্ষে একটি পেরেন্ট সংস্থার অধীনে রয়েছে। এই একই সংস্থার পোর্টফোলিওতে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো অন্যান্য বহুল ব্যবহারকারী ব্র্যান্ড রয়েছে যেমন গুগল অ্যালফাবেট ইনকর্পোরেটেড প্যারেন্ট সংস্থার অধীনস্থ একটি অর্থাৎ মেটার ছাতার তলায় ইনস্টাগ্রাম, হোয়াটস অ্যাপের মতো এবার থাকবে ফেসবুকও৷

তাই কনটেন্ট ক্রিয়েটার সহ সাধারণ জনতার আতঙ্কিত হওয়ার কোনও ব্যাপারই নেই এমনটাই জানাচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা৷ তবে বদলে গেল ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে ফেসবুকের সদর দফতরের বাইরের বহু পরিচিত আইকনিক থাম্বস-আপ সাইনটিও। তার বদলে এখন সেখানে একটি নীল, প্রেটজেল-আকৃতির লোগো। এই লোগোই মেটার নয়া পথ চলার প্রতীক।

News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন প্রথম কলকাতা অ্যাপ