Prothom Kolkata

Popular Bangla News Website

ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে উঠলেন পিভি সিন্ধু, লক্ষ্য সেন

1 min read

।। প্রথম কলকাতা ।।

বৃহস্পতিবার ড্যানিশ শাটলার লিন ক্রিস্টোফারসেনকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে উঠলেন দুইবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু। অন্যদিকে দুর্বার গতিতে এগোচ্ছেন লক্ষ্য সেনও।

মহিলা সিঙ্গলসে ক্রিস্টোফারসেনের বিরুদ্ধে প্রথম সেটে বেশ লড়াই করতে হয়েছে সিন্ধুকে। রুদ্ধশ্বাস প্রতিদ্বন্দ্বিতার পর ২১-১৯ ব্যবধানে প্রথম সেট ভারতীয় শাটলারের দখলেই যায়। দ্বিতীয় সেটে অবশ্য ড্যানিশ শাটলারকে ম্যাচে ফেরবার সুযোগই দেননি সদ্য টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতে আসা সিন্ধু। ২১-৯ ব্যবধানে দ্বিতীয় সেট জিতে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন ভারতীয় তারকা।

পুরুষদের সিঙ্গলসে সিঙ্গাপুরের লি কিয়ান ইয়েউয়ের বিরুদ্ধে স্ট্রেইট সেটে জয় পেয়েছেন লক্ষ্য সেনও। দ্বিতীয় রাউন্ডের ম্যাচ ২১-১৭, ২১-১৩ ব্যবধানে জেতেন প্রতিশ্রুতিমান ভারতীয় শাটলার। অন্যদিকে প্রথম সেট জিতেও চোটের কারণে ম্যাচ ছাড়তে বাধ্য হয়েছেন সমীর ভার্মা। ২১-১৬ ব্যবধানে প্রথম সেট দখল করবার পর দ্বিতীয় সেটে চোট পান এই শাটলার। মিক্সড ডাবলসের রাউন্ড অফ ১৬তেই থামলেন অশ্বিনী পোনাপ্পা – স্বাত্ত্বিকরাজ রাঙ্কিরেড্ডি জুটি। ইন্দোনেশিয়ার প্রবীন জর্ডান – মেলাতি দায়েভা ওক্তাভিয়ান্তির বিরুদ্ধে প্র‍থম সেট ২১-১৫ ব্যবধানে জিতলেও পরের দুটি সেটে ১৭-২১, ১৯-২১ হারেন পোনাপ্পারা।