Prothom Kolkata

Popular Bangla News Website

সুখবর ! এবার থেকে গঙ্গায় বিলাসবহুল ক্রুজে ভ্রমণ করতে পারবেন আপনিও , উদ্যোগী আইআরসিটিসি

1 min read

।। প্রথম কলকাতা ।।

পর্যটন বিকাশে রেল ও আকাশ পথে যাত্রীদের নিরাপদে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার সফল যাত্রা জারি রেখেছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন। এবার রেলের সংস্থা পা রাখতে চলেছে জলপথ পরিবহনে। আই আরসিটিসি সৌজন্যে গঙ্গাবক্ষে ক্রুজে চেপে পাঁচতারা আতিথেয়তা উপভোগের সুযোগ পাবেন পর্যটকরা।

আগামী ২৬ শে নভেম্বর থেকে দূরে তিন দিনের এই ক্রুজ প্যাকেজ সূচনা হতে চলেছে ক্রুজে থাকা-খাওয়া বিনোদনসহ মাথাপিছু খরচ পড়বে প্রায় ৩১ হাজার টাকা। ক্রুজ পর্যটনের সফল বিপণন এবং টিকিট বুকিংয়ে নিজেদের যুক্ত করছে রেলের অধীনস্থ এই সংস্থা।

বিশদ বিবরণ মিলবে এই সাইটে www.ircttourism.com। ২৬ শে নভেম্বর এর পর আগামী বছরের মার্চ পর্যন্ত প্রতি মাসে দুবার করে এই ক্রুজ যাত্রা হবে। ঠান্ডা পানীয়, সুস্বাদু খাবার তৈরি, বিনোদনের নানান বিষয়, নৈশ ভোজ, জনপ্রিয় সিনেমা দেখার ব্যবস্থা থাকবে ক্রুজেই।

News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন প্রথম কলকাতা অ্যাপ