Prothom Kolkata

Popular Bangla News Website

প্রয়াত অশোক ভট্টাচার্যের স্ত্রী, সমবেদনা জানাতে সিপিএম নেতার বাড়িতে দিলীপ

1 min read

। । প্রথম কলকাতা । ।

বুধবার শিলিগুড়ি প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের স্ত্রী রত্না ভট্টাচার্যের মৃত্যু হয়। বিগত কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। দুর্গা পুজোর আগেই পড়ে গিয়ে হাত ভেঙ্গে ছিলেন তিনি তার পর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন। ধীরে ধীরে তার শরীরে অন্যান্য জটিলতা দেখা দিতে শুরু করে ধরা পড়ে ফুসফুসে সংক্রমণ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রথমে শিলিগুড়িতে চিকিৎসা করা হয় তারপর কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর‌। স্ত্রীর মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও শিলিগুড়ি প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।

আজ দিলীপ ঘোষ অশোক ভট্টাচার্যের বাড়িতে গিয়েছিলেন।সে কথা নিজেই ফেসবুক পোস্টে জানিয়েছেন তিনি। দিলীপ ঘোষ লিখেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী এবং শিলিগুড়ির প্রাক্তন মেয়র মাননীয় অশোক ভট্টাচার্যের আমরা মর্মাহত। আজ তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করলাম। আমরা এইসব শোকবিহ্বল সময় তার পাশে রয়েছি। দুটি ছবি শেয়ার করেছেন দিলীপ ঘোষ যেখানে দেখা যাচ্ছে তারা অশোক ভট্টাচার্যের সাথে কথা বলছেন। অনেকে কমেন্ট করেছেন তার এই পোস্টটিতে। একজন লিখেছেন এই সৌজন্যবোধের রাজনীতি দেখে খুব ভালো লাগলো। একজন লিখেছেন এই ছবিটা দেখে খুব ভালো লাগলো আজকের এই অন্ধকার রাজনৈতিক পরিস্থিতিতে আলোর শিখা।

News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন প্রথম কলকাতা অ্যাপ