Prothom Kolkata

Popular Bangla News Website

‘ তু মেরা হ্যায় অর ‘….সিদ্ধার্থের মৃত্যুর পর শেহনাজের প্রথম আবেগঘন পোস্ট

1 min read

।। প্রথম কলকাতা ।।

সিদ্ধার্থকে ছাড়াই জীবনের নতুন অধ্যায় শুরু শেহনাজের। সেপ্টেম্বরে প্রেমিকের মৃত্যুর পর থমকে গিয়েছিল শেহনাজের জীবন। সোশ্যাল মিডিয়া থেকে কাজ সবেতেই বিরতি দিয়েছিলেন তিনি। প্রায় দু’মাস পর আবারও ফিরলেন তিনি। প্রথম পোস্ট করলেন সিদ্ধার্থকে নিয়েই। বিগ বস’-এর সেরা জুটি শুধু নয়, তারকা দম্পতিদের মতোই তাঁদের জুটির একাধিক ফ্যানপেজ।

নাম ‘সিডনাজ’। সকলেই স্বপ্ন দেখছিলেন তাঁরা বিয়ে করবেন। এমনকি বি টাউনের অন্দরমহলের খবর চলতি বছরের শেষেই তাঁদের একসঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করার কথা ছিল। কিন্তু শেষমেশ সেই আশা আর পূরণ হলো না,তার আগেই চিরতরে চলে গেলেন সিদ্ধার্থ। শোক কাটিয়ে স্বাভাবিক ছন্দে এবার ফিরছেন শেহনাজ।

সিদ্ধার্থের মায়ের অনুরোধেই কাজে ফিরেছেন তিনি। সেই কাজের প্রচারে এবার নেট মাধ্যমে ফিরে এলেন। সেখানেও স্মরণ করলেন শুধু সিদ্ধার্থকে। মৃত প্রেমিককে উত্‍সর্গ করে একটি গান তৈরি করেছেন তিনি। যা মুক্তি পাবে শুক্রবার বেলা ১২টায়। ইনস্টাগ্রামে যে পোস্টারটি দিয়েছেন, তাতে লেখা ‘তু ইয়েহি হ্যায়’। সেই ছবিতে হাস্যোজ্জ্বল দুজনে। ছবির ক্যাপশনে শেহনাজ লিখেছেন, ‘তুমি আমারই…’

News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন প্রথম কলকাতা অ্যাপ