Prothom Kolkata

Popular Bangla News Website

ডিসেম্বরে ডেস্টিনেশন বিয়ে ভিকি-ক্যাটরিনার, প্রকাশ্যে এল তারিখ

1 min read

৷৷ প্রথম কলকাতা ৷৷

এই খবর যে ভিকি-ক্যাট জুটি অনুরাগীদের খুশি করবে তা তো নিশ্চিত৷ ডিসেম্বরেই বিয়ে করছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ৷ প্রকাশ্যে চলে এল তাদের বিয়ের তারিখও৷ এমনকি জানা গিয়েছে বিরাট অনুস্কার মতই ডেস্টিনেশন ওয়েডিং করবেন ভিকি ও ক্যাটরিনা৷ মারাত্মক ধুমধাম করে হতে চলেছে সেই বিয়ে৷ সংবাদামাধ্যম পিঙ্ক ভিলা জানাচ্ছে, ডিসেম্বরের ৭ থেকে ৯ তারিখ ধরে চলবে এই বিয়েবাড়ি৷

এই সমস্ত জল্পনার সূত্রপাত হয় মঙ্গলবার রাতে। এদিন একসঙ্গে সেলিব্রিটি ম্যানেজার রেশমা শেট্টির সঙ্গে দেখা করেন তাঁরা। সেখান থেকেই অনুমান বিয়ের প্ল্যানিং শুরু করেছেন ক্যাট ও ভিকি। যদিও একসঙ্গে নয়, আলাদা গাড়িতে করে তাঁদের আসতে ও যেতে দেখা যায়। পাপারাৎজিদের দেখে হাত নাড়ান ক্যাট, অন্যদিকে থামস আপ দেখান ভিকি।

ইনস্টাগ্রামে সেই ছবি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই জল্পনা শুরু তাহলে কি শুরু বিয়ের প্ল্যান।এমনকি বিয়েতে কী পড়বেন ক্যাট সেটাও প্রায় ঠিক করেই ফেলেছেন তিনি৷ ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে পোশাক নিয়েও কথাবার্তা বলেছেন তাঁরা। শোনা যাচ্ছে ডিজাইনার নাকি ক্যাট ও ভিকির বিয়ের পোশাক তৈরিও করে ফেলেছেন। এবার শুধু দুই হাত এক হওয়ার পালা৷

News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন প্রথম কলকাতা অ্যাপ