Prothom Kolkata

Popular Bangla News Website

‘চীনের নতুন ভূমি সীমানা আইন দ্বিপাক্ষিক চুক্তির উপর প্রভাব ফেলবে’: অরিন্দম বাগচী

1 min read

।প্রথম কলকাতা।।

চীনের নতুন ‍‘’ভূমি সীমানা আইন’ সীমান্ত ব্যবস্থাপনার বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তির উপর প্রভাব ফেলতে পারে। বুধবার একথা জানানোর পাশাপাশি মিনিস্ট্রি অব এক্সটারনাল অ্যাফেয়ার্স (এমইএ)-এর মুখপত্র অরিন্দম বাগচী উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, সীমানা প্রশ্নটি ভারতের জন্য উদ্বেগজনক কারণ এটি দুই দেশের মধ্যে অমীমাংসিত রয়ে গিয়েছে।অরিন্দম বাগচী একটি বিবৃতির মাধ্যমে বলেছেন, ‍‘উভয় পক্ষ ইতিমধ্যেই যে ব্যবস্থায় পৌঁছেছে তাতে এই ধরনের একতরফা পদক্ষেপ কোনও প্রভাব ফেলবে না, তা সীমানা প্রশ্নে হোক বা ভারত-চীন সীমান্ত এলাকায় এলএসি বরাবর শান্তি বজায় রাখার জন্য হোক।’

সেই সঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, ভারত আশা করেছিল, চীন নতুন আইনের মাধ্যমে এমন কোনও পদক্ষেপ নিতে পারে যা তাদের একতরফা ভাবে সীমান্ত এলাকার কার্যক্রমে পরিবর্তন নিয়ে আসবে। সেই সঙ্গে বাগচী বিবৃতিতে বলেছেন, ‍‘একটি আইন আনার জন্য চীনের একতরফা সিদ্ধান্ত যা সীমান্ত ব্যবস্থাপনার পাশাপাশি সীমানা প্রশ্নে আমাদের বিদ্যমান দ্বিপাক্ষিক ব্যবস্থার উপর প্রভাব ফেলতে পারে তা আমাদের উদ্বেগের বিষয়।’

অরিন্দম বাগচীর বিবৃতিতে উল্লেখ রয়েছে, ‍‘চীনের এই নতুন আইন আমাদের দৃষ্টিতে ১৯৬৩ সালের তথাকথিত চীন-পাকিস্তান সীমান্ত চুক্তিকে কোনও বৈধতা দেয় না, যা ভারত সরকার ক্রমাগত বজায় রেখেছে চীনের এই নতুন ভূমি সীমানা আইন পুরোপুরি অবৈধ।’ বিবৃতি অনুযায়ী, নতুন আইনে অন্যান্য বিষয়ের মধ্যে বলা হয়েছে যে, চীন স্থল সীমানা সংক্রান্ত বিষয়ে প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পাদিত বা যৌথভাবে অনুমোদিত চুক্তিগুলি মেনে চলে। পাশাপাশি এতে সীমান্ত এলাকায় জেলা পুনর্গঠনেরও বিধান রয়েছে।

News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন প্রথম কলকাতা অ্যাপ