Prothom Kolkata

Popular Bangla News Website

ট্যুইটারে ট্যুইটযুদ্ধ, পাক পেসার মহম্মদ আমিরকে তুলোধনা হরভজন সিংয়ের

2 min read

।। প্রথম কলকাতা ।।

২৯ বছরের লজ্জাজনক পরম্পরায় ইতি টেনে এই প্রথমবার বিশ্বকাপের মঞ্চে ভারতের বিরুদ্ধে জয় পেয়েছে পাকিস্তান। বাবর আজমদের ঐতিহাসিক জয় নিয়ে প্রত্যাশিতভাবেই চরম উৎফুল্ল পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। ভারতকে হারানোর পর সোশ্যাল মিডিয়ায় একাধিক কটাক্ষ করেছেন শোয়েব আখতার, মহম্মদ আমিররা। ট্যুইটারে এই মহম্মদ আমিরের সঙ্গেই তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েছেন প্রাক্তন ভারতীয় অফস্পিনার হরভজন সিং।

মঙ্গলবার রাত্রে ট্যুইটারে এই বাকযুদ্ধের সূত্রপাত হয়। শুরু করেন মহম্মদ আমিরই। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হার নিয়ে হরভজনকে কটাক্ষ করে এই পাক পেসারের ট্যুইট – ” হরভজনকে জিজ্ঞাসা করতে চাই, ও নিজের টিভি ভেঙ্গে ফেলেছে কিনা। আসলে দিনের শেষে এটা একটা খেলাই। ” তীব্র প্রতিক্রিয়া আসে হরভজনের তরফ থেকেও। মহম্মদকে আমিরকে মারা নিজের ছয়ের ভিডিও শেয়ার করে প্রাক্তন ভারতীয় পেসার লেখেন – “এবার তুমিও বলবে? এই ছয়ের ল্যান্ডিংটা তোমার বাড়ির টিভি সেটের উপর হয়নি তো? তুমি ঠিকই বলেছো, দিনের শেষে এটা একটা খেলাই। ” হরভজনের ছয়ের ভিডিও পোস্ট করার বিষয়টি আমির সহজ ভাবে নেননি। পাক পেসার ইউটিউব খুঁড়ে একটি পুরানো ভিডিও নিয়ে আসেন। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি একটি টেস্ট ম্যাচে হরভজন সিংয়ের এক ওভারে চারটি ছয় মেরেছিলেন। সেই ভিডিওর লিঙ্ক শেয়ার করে আমির লেখেন – ” ব্যস্ত ছিলাম, তোমার বোলিং দেখছিলাম। একটা টেস্টে লালা তোমার এক ওভারে চারটে ছয় মেরেছিল। ক্রিকেট, হতেই পারে। তবে টেস্টে একটু বেশিই হয়ে গেল। “

এই ভিডিও পোস্ট করবার পরই হরভজন পাঁচ বছর আগের ম্যাচ ফিক্সিং কাণ্ডের কথা তুলে আনেন। যে কারনে মহম্মদ আমির নির্বাসিত হয়েছিলেন। ভারতীয় অফ স্পিনার লেখেন – ” লর্ডসে নো বলটা কিভাবে হয়েছিল? কতো টাকা নিয়েছিলে? কি দিল? টেস্ট ক্রিকেটে নো বল কিভাবে হয়? তোমার ও তোমার সমর্থকদের লজ্জা থাকা উচিৎ, এই সুন্দর খেলাটাকে নোংরা করছো। ” উপযুক্ত জবাব পাওয়ার পরও আমির চুপ থাকেননি। পাক পেসার লেখেন ” পিছনে খুব জোরে লাগল? ভাগো ভাগো, লালা আসছে। ” উত্তরে হরভজন লেখেন – ” শুধুই পয়সা আর পয়সা। কোন সম্মানের দরকার নেই তোমার, শুধুই পয়সা চাই। নিজের দেশবাসীকে বলবে না কতো টাকা নিয়েছিলে? দূর হয়ে যাও। তোমার মতো মানুষদের সাথে কথা বলতেও খারাপ লাগে। এই সুন্দর খেলাটাকে নষ্ট করছো। ” হরভজন এরপর আবার আমিরকে মারা ছয়ের ভিডিও শেয়ার করে লেখেন – ” ফিক্সার কে সিক্সার, চলো দূর হয়ে যাও। ” এই পোস্টেরও উত্তর দিয়েছেন পাকিস্তানি পেসার, আমির লেখেন – ” ভাই আমি তো ঘুমাতে গেলাম। তুমি জেগে থাকো আর পিছনে বরফ ঘষো। তোমার জ্ঞান ফিরবে। “