Prothom Kolkata

Popular Bangla News Website

মিষ্টি ছেড়ে আইসক্রিম খেতে গিয়ে নাজেহাল অবস্থা মিঠাই এর, রইলো ভিডিও

1 min read

৷ প্রথম কলকাতা ৷৷

আইসক্রিম খেতে ভালোবাসেন মিঠাই ধারাবাহিক খ্যাত সৌমিতৃষা৷ কিন্তু তা খেতে গিয়ে মহাবিপদে পড়লেন অভিনেত্রী৷ একেবারে নাজেহাল দশা৷ ভাবছেন কী এমন হল? সেটা দেখতে পাবেন মিঠাইয়ের ফেসবুক পেজে চোখ রাখলেই৷ অভিনেতা সায়কের সঙ্গে আইসক্রিম খেতে গেছিলেন সৌমিতৃষা৷ তা আবার যে সে আইসক্রিম নয়, টার্কিস আইসক্রিম৷

আর আপনারা জানেন নিশ্চয় এই আইসক্রিম খেতে গেলে এত সহজে তা আপনার হাতে আসবে না৷ তেমনটাই ঘটল মিঠাইয়ের সঙ্গেও৷ তবে অনেক কসরতের পর শেষপর্যন্ত হাতে আসে আইসক্রিম৷ বন্ধু সায়কের সঙ্গে সেটাই ভাগ করে খান অভিনেত্রী৷ ভিডিওটা পুরোটা দেখলে বোঝা যাবে সেটা পঞ্চমীর ভিডিও৷ একেবারে পুজোর সাজে সেজে বেরিয়েছেন অভিনেত্রী৷

হলুদ রঙের সিফন সঙ্গে মেরুন গ্লাস হাত ডিপ ব্যাক ব্লাউজ৷ সুন্দর করে সাজগোজ করেছেন মিঠাই৷ সঙ্গে সায়ককে দেখা যাচ্ছে পঞ্জাবি পড়ে রয়েছেন তিনি৷ সম্প্রতি জি বাংলা আয়োজিত এই বিজিয়া সম্মিলনীতে মিঠাইয়ের “পরমাসুন্দরী” দুর্দান্ত ডান্স পারফরম্যান্স বেশ ভাইরাল হয়েছে। লাল শাড়ি ও গয়নায় অপরুপা সুন্দরী মিঠাই তার সৌন্দর্য এবং নাচের মাধ্যমে নজর কেড়েছেন নেটিজেনদের।

News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন প্রথম কলকাতা অ্যাপ