Prothom Kolkata

Popular Bangla News Website

প্রকাশ্যে ভাইজানের নতুন ছবির ট্রেলার,কবে মুক্তি পাবে ‘অন্তিম’ ?

1 min read

।। প্রথম কলকাতা ।।

শেষ হতে যাচ্ছে অপেক্ষার অবসান। মুক্তি পাচ্ছে সালমান খানের ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। তবে তার আগেই প্রকাশ হয়েছে ছবির ট্রেলার।দিওয়ালি ৪ নভেম্বর। তবে বক্স অফিসে উৎসব হতে চলেছে ২৬ নভেম্বর। সেদিনই বড়পর্দায় মুক্তি পাচ্ছে সলমন খান ও আয়ুষ শর্মা জুটির ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। সোমবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার।

‘অন্তিম – দ্য ফাইনাল ট্রুথ’ ছবিতে অভিনেতা হিসেবে ছাড়াও প্রযোজক হিসেবেও দেখা যাবে সলমন খানকে। কয়েকদিন আগেই ছবির পোস্টার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেছিলেন ভাইজান। যেখানে আয়ুষ শর্মাকে আদর্শ অ্যাকশন হিরোর লুকে দেখতে পেয়েছিলেন তাঁর অনুরাগীরা। এবার ট্রেলার মুক্তি পেলো।

যা দেখে ইতিমধ্যেই কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকরা। এই ছবিতে সলমন খান, আয়ুষ শর্মা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রজ্ঞা জয়সওয়াল, মহিমা মাকওয়ানার মতো অভিনেতাদের। এছাড়াও ছবির একটি গানে বিশেষ চরিত্রে দেখা যাবে বরুণ ধবনকেও। সলমন খান এবং আয়ুষ শর্মা দুজনেই নিজের নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ‘অন্তিম – দ্য ফাইনাল ট্রুথ’ ছবির ট্রেলার পোস্ট করেছেন।

News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন প্রথম কলকাতা অ্যাপ