Prothom Kolkata

Popular Bangla News Website

সেরা অভিনেত্রীর শিরোপা পেলেন কঙ্গনা রানাওয়াত

1 min read

।। প্রথম কলকাতা ।।

অনুষ্ঠিত হলো দেশের ৬৭ তম জাতীয় পুরস্কার রনির অনুষ্ঠান। সোমবার সকালে উপরাষ্ট্রপতি এম.ভেঙ্কাইয়া নাইডু’র উপস্থিতিতে হল এই অনুষ্ঠান।
অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত পেয়েছেন ‘মণিকর্ণিকা’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার। এর আগে ‘ফ্যাশন’, ‘তনু ওয়েডস মনু রিটার্ন’ ও ‘কুইন’ ছবির জন্যও জাতীয় পুরস্কার পেয়েছেন কঙ্গনা।

ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ-এর জীবনী নির্ভর ছবি ‘মণিকর্ণিকা’। ছবিতে ঝাঁসির রানির ভূমিকায় অভিনয় করেন কঙ্গনা। ছবির সম্পর্কে কথা বলতে গিয়ে কঙ্গনা বলেছিলেন, ঝাঁসির রানি দেশের গর্ব। ছবিতে লক্ষ্মীবাঈয়ের অপরিসীম শক্তি, সাহস ও রাজনৈতিক বুদ্ধির কথা তুলে ধরা হয়েছে। এই ছবির বিশেষ প্রদর্শনে হাজির ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কঙ্গনা রানাওয়াত, লালকৃষ্ণ আডবানী, লেখক প্রসূন যোশী সহ বহু বিশিষ্ট ব্যক্তি।

তবে কঙ্গনার মতোই তাঁর মণিকর্নিকা সিনেমা ঘিরেও বেশ বিতর্ক দানা বেঁধেছিল। প্রথমেই পরিচালক কৃষ মাঝপথে সরে যান। এরপর কঙ্গনা সিনেমার পরিচালনার ভার নিজের কাঁধে তুলে নেন। এরপর সোনু সুদও মাঝপথে সিনেমা ছেড়ে চলে যান।

News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন প্রথম কলকাতা অ্যাপ